Club World Cup: সবুজ-মেরুনকে হারিয়ে পেপ বললেন ‘আর তো কিছুই বাকি রইল না’

ক্লাব বিশ্বকাপে (Club World Cup) ফ্লুমিনেন্সকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা জয় করেছে ম্যানচেস্টার সিটি। ট্রফি জয় করার পর নতুন লক্ষ্য খুঁজে বের করতে হবে বলে…

ManCity

ক্লাব বিশ্বকাপে (Club World Cup) ফ্লুমিনেন্সকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা জয় করেছে ম্যানচেস্টার সিটি। ট্রফি জয় করার পর নতুন লক্ষ্য খুঁজে বের করতে হবে বলে মন্তব্য করেছেন পেপ গার্দিওলা। সিটির কোচ হিসেবে গার্দিওলার ১৬তম ট্রফি এবং কোচিং ক্যারিয়ারের ৩৭তম শিরোপা জয় করলেন পেপ। ২০১৬ সালে ইতিহাদ স্টেডিয়ামে দায়িত্ব নেওয়ার পর থেকে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ, উয়েফা সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপ জিতেছেন।

“আমার মনে হয়েছিল আমরা একটি অধ্যায় শেষ করেছি, ইতিমধ্যে সমস্ত শিরোপা জিতেছি। জেতার আর কিছু নেই। আমার মনে হচ্ছে কাজ শেষ হয়ে গেছে, আর কিছু বাকি নেই, “গার্দিওলা বলেন। ২০২৫ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ থাকা গার্দিওলা এখন সরে দাঁড়াতে পারেন এমন সম্ভাবনা অবশ্য খারিজ করে দিয়েছেন নিজেই।

জেদ্দায় প্রথম কোচ হিসেবে চারবার এবং তিনটি ভিন্ন ক্লাবের হয়ে ক্লাব বিশ্বকাপ জয় করে ইতিহাস গড়েছেন গার্দিওলা। ২০১১ সালে সান্তোসকে ৪-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছিল সিটি। কিং আবদুল্লাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে ২০১২ সাল থেকে চলা এই প্রতিযোগিতায় ইউরোপীয় দলগুলো অপরাজিত ছিল। এবারের ফাইনাল ম্যাচে ফ্লুমিনেন্সের বিরুদ্ধে জুলিয়ান আলভারেজ প্রথম মিনিটে গোল আভাস দিয়েছিল ম্যাচ কোন দিকে গড়াতে পারে। যেমন ভাবা হয়েছিল তেমনটাই হল। ফ্লুমিনেন্সকে হেলায় হারাল সিটি। ম্যানচেস্টার সিটির পক্ষে স্কোরলাইন ৪-০।