DA movement: সোমবার রাষ্ট্রপতির সফরে বিরাট পরিকল্পনা সংগ্রামী যৌথ মঞ্চের

আজ সোমবার রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠান রয়েছে। সেখানে রাষ্ট্রপতিকে রাজ্যের তরফে সংবর্ধনা দেওয়া হবে

Protesters holding placards and shouting slogans during the DA movement on President Draupadi Murmu's Kolkata visit.

আজ সোমবার রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠান রয়েছে। সেখানে রাষ্ট্রপতিকে রাজ্যের তরফে সংবর্ধনা দেওয়া হবে। উপস্থিত থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এমনই সময়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবিতে এবার গণ ইমেইল পাঠানোর সিদ্ধান্ত নিল ডিএ আন্দোলনকারীদের (DA movement) সংগ্রামী যৌথ মঞ্চ (Sangrami Joutha Mancha)।

গত ৫৯ দিন ধরে কেন্দ্রের সম হারে ডিএর দাবিতে আন্দোলন ও অনশন কর্মসূচি জারি রেখেছেন সরকারি কর্মচারীরা৷ সম্প্রতি তাঁদের ধর্মঘটের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন৷ পাশাপাশি একাধিক কর্মচারীদের বদলির ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে রাষ্ট্রপতি আসায় সেই ইস্যুকেই হাতিয়ার করতে চান সরকারি কর্মচারীরা।

রাষ্ট্রপতির দরবারে দাবি পেশ করতে রাজ্যজুড়ে গণ ই-মেল কর্মসূচি নিল সংগ্রামী যৌথ মঞ্চ। সোমবার মুখ্যমন্ত্রীকেও গণ ইমেল পাঠানো হবে বলে আন্দোলনকারীরা৷ জানিয়েছেন। ফলে আগামী দিনে এবিষয়ে সরকারের চাপ বাড়বে। তা পরিষ্কার৷ এর আগে একই ইস্যুতে সরব হয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ এবার রাষ্ট্রপতিকেও হস্তক্ষেপ করার জন্য আবেদন জানাতে চান আন্দোলনকারীরা৷

সূত্রের খবর, সোমবার অনুষ্ঠানের পর মঙ্গলবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি। বিশ্বভারতীর বিনয় ভবন মাঠে রাষ্ট্রপতির হেলিকপ্টার নামার বন্দোবস্ত করা হয়েছে৷ রাষ্ট্রপতির সফর ঘিরে বিশ্বভারতী কড়া নিরাপত্তার জালে মুড়ে ফেলা হয়েছে।