Srijan Bhattacharya: ঘুষের টাকা ফেরত পেতে তৃণমূল নেতাদের জামা কাপড় খুলে দিন: সৃজন

বেআইনি কর্মকাণ্ড নিয়ে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে কড়া আক্রমণ শানাতে শুরু করেছেন বিরোধী পক্ষের নেতারা। এরকমই বিতর্কিত মন্তব্য করে জল্পনা বাড়ালেন বাম যুব নেতা সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya)।

Srijan Bhattacharya

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) নির্দেশে একযোগে ১৯১১ জন বেআইনিভাবে নিয়োগ হওয়া গ্রুপ ডি কর্মীর চাকরি গেছে৷ আদালতের নির্দেশ, চাকরি হারানো সকলকেই টাকা ফেরত দিতে হবে৷ বেআইনি কর্মকাণ্ড নিয়ে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে কড়া আক্রমণ শানাতে শুরু করেছেন বিরোধী পক্ষের নেতারা। এরকমই বিতর্কিত মন্তব্য করে জল্পনা বাড়ালেন বাম যুব নেতা সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya)।

আরও পড়ুন: Tripura Election 2023: ত্রিপুরায় নিয়োগ প্রতিশ্রুতি নিয়ে নীরব মোদী, বললেন আবার জিতিয়ে দিন

সৃজনের কথায়, শাসক দলের নেতাদের মোটা টাকা ঘুষ দিয়ে অনেকে চাকরি পেয়েছিলেন। কেউ কেউ জমি বাড়ি বিক্রি করে টাকা দিয়েছিলেন। অনেকে চাকরি চলে যাওয়ার পর দিশেহারা। ঘুষের টাকা ফেরত পাওয়ার একটাই উপায়, পাড়ার তৃণমূল নেতার জামা প্যান্ট খুলে নিন৷ এমনটাই মন্তব্য করে জল্পনা বাড়িয়েছেন সৃজন৷ যা নিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলেও।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে জেলে থাকা TMC বিধায়ক লন্ডন ঘুরেছিলেন জোড়া পাসপোর্টে

তিনি আরও বলেন, আপনার পাড়ায় যে তৃণমূলের নেতা ২০১১ সালের আগে সাইকেল চড়ত যিনি এখন স্করপিও গাড়ি ছাড়া কোথাও যাতায়াত করেন না, মার্বেলের বাড়ি বানিয়েছে তাঁর বাড়ির এক একটা ইঁট খুলে বিক্রি করে আপনার টাকা আদায় করুন। তাঁর কথায়, আমরা আইনি পথেই সমস্তটা চাই। কিন্তু, এখানে রক্ষকই ভক্ষক।

আরও পড়ুন: West Bengal: অ্যাপটিউট টেস্ট ছাড়া নিয়োগে কড়া পদক্ষেপ নিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক জনের নাম জড়িয়েছে। জেলে রয়েছে পার্থর গোটা টিম। সেখানে নতুন সংযোজন তৃণমূল নেতা কুন্তল ঘোষেরও নাম। নিয়োগ দুর্নীতিতে কুন্তল ও মানিক জোড় নিয়ে রাজ্যজুড়ে আলোচনা হচ্ছে৷ এরই মধ্যে গ্রুপ ডি নিয়ে একাধিক নির্দেশ হাইকোর্টের। চাকরি হারা প্রচুর সংখ্যক। টাকা ফেরত কীভাবে দেবেন? তাই নিয়ে দিশেহারা অনেক পরিবার। সেখানে রয়েছে বেশ কয়েকজন তৃণমূল নেতাদেরও নাম।