West Bengal: অ্যাপটিউট টেস্ট ছাড়া নিয়োগে কড়া পদক্ষেপ নিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

West Bengal recruitment corruption: সোমবার ২০১৬ সালে প্রাথমিকে নিয়োগে ইন্টারভিউ নেওয়া শিক্ষকদের তালিকা প্রকাশ করল পর্ষদ।

West Bengal recruitment corruption

West Bengal recruitment corruption: সোমবার ২০১৬ সালে প্রাথমিকে নিয়োগে ইন্টারভিউ নেওয়া শিক্ষকদের তালিকা প্রকাশ করল পর্ষদ। সেটা দেখেই কড়া পদক্ষেপ নিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)৷ তার পর্যবেক্ষণ অ্যাপটিটিউট টেস্ট ছাড়াই নিয়োগ হয়েছে ওই বছরে। দেড় থেকে দুই মিনিটের মধ্যে কিভাবে ইন্টারভিউ হয়? গড়ে নম্বর দেওয়া হয়েছে। তাই যারা ইন্টারভিউ নিয়েছেন, তাঁদেরকেই ডেকে পাঠালেন বিচারপতি।

টেটের নিয়োগ দুর্নীতি নিয়ে কড়া পদক্ষেপ নিতে দেখা গেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে৷ অনেক চাকরি প্রার্থীদের অভিযোগ, তাঁদের ইন্টারভিউ সঠিকভাবে হয়নি। এমনকি শ্রেনীকক্ষে না হয়ে ইন্টারভিউ হয়েছে বারান্দায়। নিয়োগের ক্ষেত্রে চুড়ান্ত দুর্নীতি দেখতে পেয়েই ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

   

সোমবার প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলায় হুগলি, হাওড়া, উত্তর দিনাজপুর, কোচবিহার এবং মুর্শিদাবাদ জেলার ২০১৬ সালের নিয়োগের ইন্টারভিউয়ারদের তলব করলেন বিচারপতি। আগামী ২১ ফেব্রুয়ারি তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে। জানা গেছে, ওই দিন রুদ্ধদ্বার জিজ্ঞাসাবাদ করা হবে এজলাসে৷

এদিন ইন্টারভিউয়ারদের যাতায়তের খরচ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি৷ হাওড়া ও হগলী থেকে যারা আসবেন, তাঁরা ৫০০ টাকা করে পাবেন৷ বাকি তিন জেলা থেকে যারা আসবেন, তাঁরা ২ হাজার টাকা করে পাবেন৷ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রেও কেন উদাসিনতা? তা জানতেই তলব।