Vice-Chancellors: মমতা সরকারের নিয়োগপ্রাপ্ত ২৯ জন উপাচার্যের চাকরি গেল

মেয়াদ শেষের পর উপাচার্যদের (vice-chancellors) পুনরায় নিয়োগ করার কোনও অধিকার রাজ্যের নেই। জানাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ২৯ জন উপাচার্যের পদ বাতিল ঘোষণা করল কলকাতা হাইকোর্ট।

high-court

short-samachar

মেয়াদ শেষের পর উপাচার্যদের (vice-chancellors) পুনরায় নিয়োগ করার কোনও অধিকার রাজ্যের নেই। জানাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ২৯ জন উপাচার্যের পদ বাতিল ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। এই বাতিল উপাচার্যদের সবার নিয়োগে শিলমোহর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

   

রাজ্যের ২৫ টি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নিয়ম মেনে হয়নি। এই দাবিকে সামনে রেখেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করে জাতীয়তাবাদী অধ্যাপক ও গবেষক সংঘ। রাজ্যপালের অনুমতি ছাড়াই এই নিয়োগ হয়েছে। এমনটাও অভিযোগ তুলেছিল তাঁরা। সেই সময় রাজ্যপাল পদে ছিলেন জগদীপ ধনকড়।

কিছু দিন আগেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে রাজভবনে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে ৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা পদত্যাগপত্র তুলে দেন।একইসঙ্গে তাঁদের তিন মাসের মেয়াদ বৃদ্ধির নির্দেশ দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এর মাধ্যমেই শিক্ষামন্ত্রী বোঝাতে চাান এরা প্রত্যেকেই বৈধ উপাচার্য। তবে আদালতের নির্দেশে রাজ্য বিপাকে পড়ল।