Reliance Development League: নতুন লক্ষ্য নিয়ে লড়াই শুরু ময়দানের তিন প্রধানের

আজ থেকেই ফের শুরু হতে চলেছে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ (Reliance Development League)। যেখানে গোটা দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি লড়াই করতে দেখা যাবে কলকাতা ময়দানের তিন প্রধান কে।

Reliance Development League

দিনকয়েক আগেই শেষ হয়েছে হিরো আইলিগ। আইএসএল ও পৌঁছে গিয়েছে একেবারে শেষ লগ্নে। আগামী ১৮ মার্চ আইএসএল ফাইনাল। তবে এখন ই শেষ হচ্ছে না ফুটবল মরশুম। আগামী মাস থেকে দেশের সবথেকে বড় টুর্নামেন্ট সুপার কাপ শুরু হওয়ার কথা। তবে তার আগেও একেবারে হতাশ হওয়ার কোনও কারন নেই ফুটবলপ্রেমীদের।

আজ থেকেই ফের শুরু হতে চলেছে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ (Reliance Development League)। যেখানে গোটা দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি লড়াই করতে দেখা যাবে কলকাতা ময়দানের তিন প্রধানকে। মূলত গোটা দেশের তরুন প্রতিভা গুলিকে সকলের সামনে তুলে ধরতেই এই বিশেষ উদ্যোগ। তবে এবছর আরো বড়ো করে এই লিগ আয়োজন করার পরিকল্পনা এফএসডিএলের তরফ থেকে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

তবে এবার একেবারে বড়দের নয়। বিশেষত অনুর্ধ্ব ২১ ফুটবলারদের জন্য এই বিশেষ লিগ আয়োজন করা হলেও গোটা দলে অন্তত ৫ জন করে অনুর্ধ্ব ২৩ ফুটবলারদের খেলানোর সুবর্ণ সুযোগ রয়েছে প্রতিটি দলের ক্ষেত্রে। যারফলে, কিয়ান নাসিরির পাশাপাশি হিমাংশু জ্যাংরা, সুমিত রাঠি, ফারদিন আলি, ও অতুল উন্নিকৃষ্ণনের মতো আইএসএল খেলা তারকাদের কে ও খেলতে দেখা যাবে লাল-হলুদ ও সবুজ-মেরুন জার্সিতে। যা নিঃসন্দেহে টানটান উত্তেজনার সৃষ্টি করতে চলছে আপামর ফুটবল ভক্তদের মধ্যে। তবে খুব একটা পিছিয়ে নেই সাদা-কালো শিবির। এবারের এই রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জন্য আইলিগের বিশেষ দুই খেলোয়াড় কে ও খেলানোর পরিকল্পনা রয়েছে মহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাবের তরফে।

যাদের মধ্যে রয়েছে বাঙালি ফুটবলার দিপু হালদার ও উইলিয়াম। আজ লিগের প্রথম দিনেই নিজেদের অভিযান শুরু করছে ময়দানের তিন প্রধান যথাক্রমে ইস্টবেঙ্গল, এটিকে মোহনবাগান ও মহামেডান। নির্ধারিত সূচি অনুসারে আজ নৈহাটি স্টেডিয়ামে এটিকে মোহনবাগানের মুখোমুখি হবে সাদা-কালো শিবির। অন্যদিকে আজ বারাকপুর স্টেডিয়ামে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করবে লাল-হলুদ ব্রিগেড। যা দেখা জন্য মুখিয়ে গোটা কলকাতা। তবে শুধু এই তিন প্রধান ই নয়, বাংলার এই গ্রুপে যথাক্রমে রয়েছে নিউ আলিপুর সুরুচি সংঘ ও ওডিশা এফসি সহ আইএসএলের আরেক জনপ্রিয় ক্লাব জামশেদপুর এফসি। শেষ পর্যন্ত কারা কোয়ালিফাই করে এখন সেটাই দেখার বিষয়।