SC East Bengal : স্প্যানিয়ার্ড মিডফিল্ডারকে সই করালো এসসি ইস্টবেঙ্গল

চলতি ইন্ডিয়ান সুপার লিগের নিজেদের ১২ নম্বর ম্যাচে এফসি গোয়াকে ১-২ গোলে হারিয়ে সেশনে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। কিন্তু জয়ের…

চলতি ইন্ডিয়ান সুপার লিগের নিজেদের ১২ নম্বর ম্যাচে এফসি গোয়াকে ১-২ গোলে হারিয়ে সেশনে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। কিন্তু জয়ের ধারাবাহিতার পথে পরের ম্যাচেই হোচট খেয়েছে লাল হলুদ ব্রিগেড। গোয়ার বিরুদ্ধে জিতে লীগ টেবিলে ১০ নম্বরে উঠে আবার লাস্ট বয়ের তকমা জার্সিতে হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে ০-৪ গোলে হেরে গিয়ে এসসি ইস্টবেঙ্গলের।

এমন আবহে ISL সেশনের মাঝপথে স্বল্পমেয়াদের জন্য স্কোয়াডে এলেন স্প‍্যানিশ মিডফিল্ডার।মঙ্গলবার এই স্প্যানিয়ার্ড মিডিও ফ্রান্সিসকো জোসে সোটাকে সই করাল এসসি ইস্টবেঙ্গল। টুইট করে এই রিক্রুটমেন্ট ঘোষণা করেছে লাল হলুদ ব্রিগেড।

লাল হলুদ দলের স্প্যানিশ হেডকোচ মারিও রিভেরা গোয়া ম্যাচের আগেই বলেছিলেন, “আমার প্রথম চ্যালেঞ্জ হবে দলের মেজাজ বদলানো।” মেজাজ বদল হতেই পারফরম্যান্সে ছাপ পড়েছিল,জিতেছিল লাল হলুদ ব্রিগেড। সঙ্গে ইন্ডিয়ান সুপার লিগের(ISL) পয়েন্ট টেবিলে লাস্ট বয় থেকে এক ধাপ ওপরে উঠে আসে এসসি ইস্টবেঙ্গল ১০ নম্বরে ৯ পয়েন্ট নিয়ে।

কিন্তু সোমবার এসসি ইস্টবেঙ্গল নিজামর্স’দের কাছে হেরে গেল ০-৪ ব্যবধানে। আর এই হারের লজ্জাতে লাল-হলুদ জনতার কাছে “The real Magician” হেডকোচ মারিও রিভেরা ম্যাজিক ফিকে হয়ে গেল।

অন্যদিকে, ISL দ্বিতীয় লেগের ডার্বি ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে ATK মোহনবাগান।টুর্নামেন্টের ৭৫ নম্বর ম্যাচ, ২৯ জানুয়ারি ফতোর্দার PJN স্টেডিয়ামে হবে ওই প্রেস্টিজিয়ার্স লড়াই।

সামাজিক মাধ্যমে ডার্বি ম্যাচের প্রস্তুতিতে সবুজ মেরুন শিবিরের খেলোয়াড়রা ঘাম ঝড়াচ্ছে তা ইতিমধ্যেই ভাইরাল। ডার্বি ম্যাচ নিয়ে ATK মোহনবাগান টুইট পোস্ট,”পরবর্তী চ্যালেঞ্জে আমাদের দর্শনীয় স্থান নির্ধারণ, ডার্বি💥🔜 “

গত রবিবার, ATK মোহনবাগানের কাছে ছিল হতাশার রাত, ওডিশা এফসির বিরুদ্ধে গোলশূন্য ড্র করে। কিন্তু হুয়ান ফেরান্দোর ব্রিগেডের ফুটবলারেরা যে দমে যাওয়ার পাত্র নয় সেটা তিরি’র টুইট পোস্টে পরিষ্কার। ওই টুইটে নিজের ছবির ক্যাপসনে মেরিনার্সদের ডিফেন্স লাইনের মেরুদণ্ড তিরি সবুজ মেরুন সমর্থকদের আশ্বস্ত করে পোস্ট,”💯👀⚽️ “

চিরপ্রতিদ্বন্দ্বী ATK মোহনবাগান মঙ্গলবার থেকে হাইভোল্টেজ ডার্বি ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে, ISL’র এই অবস্থায় দাঁড়িয়ে এসসি ইস্টবেঙ্গল এখন জানুয়ারি ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে ঘর মেরামতি করে চলেছে।আর তিন দিন পরেই ডার্বি ম্যাচ। ISL’র গত সেশন এবং চলতি মরসুম মিলিয়ে মোট তিন ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন।