করমণ্ডল দুর্ঘটনায় বাংলা থেকে কত জন নিহত, আহত?

অভিশপ্ত করমণ্ডল এক্সপ্রেস! দুঃস্বপ্নের যাত্রা! ভয়াবহ, হ্রদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২৯৫ জন (রবিবার সকাল ১১ টা পর্যন্ত) এবং আহতের সংখ্যা ১০০০ ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা…

Coromandel Train Accident

অভিশপ্ত করমণ্ডল এক্সপ্রেস! দুঃস্বপ্নের যাত্রা! ভয়াবহ, হ্রদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২৯৫ জন (রবিবার সকাল ১১ টা পর্যন্ত) এবং আহতের সংখ্যা ১০০০ ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় আহতরা ওড়িশার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। অনেকেই আশঙ্কাজনক। আহতদের মধ্যে অনেকেই এ রাজ্যের বাসিন্দা। কিছু আহতদের রাজ্যে ফিরিয়ে আনা হয়েছে সরকারের উদ্যোগে। পশ্চিমবঙ্গ থেকে কতজন এই দুর্ঘটনার কবলে পড়েন?

চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস ছেড়েছিল শালিমার থেকে এবং তাই ট্রেনে ছিলেন বাংলার বহু যাত্রী। তাঁদের মধ্যে অনেকেই প্রাণ হারিয়েছেন এবং আহতের সংখ্যা কয়েকশো। অনেক আহত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে এনে মেদিনীপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপারেশনের প্রয়োজনে কলকাতার এসএসকেএম হাসপাতালেও আনার ব্যবস্থা করা হচ্ছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে যে বিকেন সাড়ি ৪টে পর্যন্ত পশ্চিমবঙ্গ ৩১ জনের মৃত্যু হয়েছে যারা করমণ্ডল এক্সপ্রেসে ছিলেন। আহত হয়েছেন ৫৪৪ জন। এদের মধ্যে ২৫ জন ওড়িশায় ও ১১ জন রাজ্যের হাসপাতালে ভর্তি রয়েছেন।

জানা গিয়েছে যে আহত যাত্রীদের নিয়ে হাওড়া স্টেশনে আসছে স্পেশাল ট্রেন। হাওড়া স্টেশনে খোলা হয়েছে মেডিকেল ক্যাম্প।

শুক্রবার রাতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে ওডিশার বালাসোরের বহঙ্গা বাজারের কাছে। লাইনচ্যুত হয় করমণ্ডল এক্সপ্রেস (Howrah-Chennai Coromandel Express), যশবন্তপুর সুপারফাস্টের (Yashawantpur Super Fast train) কামরা। পাশের লাইনে থাকা একটি মালগাড়িতে ছিটকে পড়ে কামরাগুলো। এই তিনটি ট্রেনের দুর্ঘটনায় নিহতের সংখ্যা হু হু করে বাড়ছে।