ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার (odisha train accident) পর থেকে বারবার প্রশ্নের মুখে পড়েছে মোদী সরকার। অভিযোগ, প্রচারের ঝলকে যাত্রী সুরক্ষায় খামতি প্রবল। বিরোধীরা সরাসরি তোপ দাগছেন। এবার ক্ষমতাসীন দল বিজেপির (bjp) অভ্যন্তর থেকে উঠল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ দাবি।
রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিতর্কিত বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তিনি টুইটে লিখেছেন, অযোগ্যদের মন্ত্রী করার খেসারত দিচ্ছেন মোদী। রেলমন্ত্রী পদত্যাগ করুন।
সাম্প্রতিক মণিপুরের হিংসাত্মক পরিস্থিতির টেনে এনে তিনি আরও লিখেছেন, সে রাজ্যে এক অযোগ্য মন্ত্রীর কারণে ভয়াবহ পরিস্থিতি। সুব্রহ্মণ্যমের নিশানায় মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।