বেড়ে চলা ডেঙ্গুর প্রতিবাদে বরো অফিসার সামনে বিক্ষোভ কংগ্রেসের

ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থ পুরসভা। এই অভিযোগে বিক্ষোভ কংগ্রেসের। ১০ নম্বর বরো অফিসের সামনে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের বিক্ষোভ। তাদের অভিযোগ গোটা বছর নজরদারি চালায় না পুরসভা।…

ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থ পুরসভা। এই অভিযোগে বিক্ষোভ কংগ্রেসের। ১০ নম্বর বরো অফিসের সামনে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের বিক্ষোভ। তাদের অভিযোগ গোটা বছর নজরদারি চালায় না পুরসভা। এমনকি তারা তথ্য গোপন করছে বলেও অভিযোগ আনে কংগ্রেস। রাজ্যজুড়ে বেড়ে চলা ডেঙ্গুর প্রকোপের প্রতিবাদে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা। তারা রাস্তার পাশে মশারি টানিয়ে প্রতিকী মশা দিয়ে প্রতিবাদ জানায়।

তাদের মূল বক্তব্য হল, কলকাতা পুরসভা এবং রাজ্য সরকার যেন নিয়মিত ভাবে এই ডেঙ্গু নিয়ন্ত্রণের একটি পদক্ষেপ নেয়। তারা আরো জানিয়েছে যে, সারা বছর ধরে যেন নজরদারি চালানো হয়। এবং তথ্য যেন কোনও ভাবেই গোপন করা না হয়।

অন্যদিকে সিজিও কমপ্লেক্স যেন মশার আঁতুড়ঘর। মশা তাড়ানোর ব্যবস্থার কথা জানিয়ে বিধাননগর পুরসভাকে চিঠি দেওয়া হয়েছে। মশা তাড়ানোর অভিযান এসে দেখা গেল কমপ্লেক্সের মধ্যে ডেঙ্গুর লার্ভা। চারিদিকে পরিত্যক্ত আসবাবপত্র, ফুলের টবে জমা জল।

অন্যদিকে উত্তর ২৪ পরগনা জুড়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। মৃত্যুর সংখ্যাও বেড়েই চলেছে। চলতি মৌসুমে আক্রান্তের সংখ্যা ৩০০০ ছাড়িয়েছে। শুধুমাত্র শহরাঞ্চলেই আক্রান্তের সংখ্যা ১৫৯৭ জন।

বিধাননগর পুরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫৪৩। গ্রামীন এলাকার আমডাঙা ব্লকে আক্রান্ত ৩৭৩ জন। স্বাস্থ্য দফতর জানিয়েছে সেখানে গত কয়েক সপ্তাহে আক্রান্তের সংখ্যা কমছে। অন্যদিকে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে বনগাঁ ব্লকে। বর্তমানে সেখানে আক্রান্ত ৩০৭ জন।