Siliguri: বেঙ্গল সাফারির অতিথি ৩ শাবক, বাঘিনি রিকার উপর সিসিটিভি নজরদারি

মা হল রিকা। আকাশে যখন মেঘের ডাক। প্রবল বৃষ্টি চলছে রাজ্য জুড়ে। এমন ভেজা ভাদ্র মাসে রিকা বাঘিনির তিনটি ছানা দেখা গেল। শিলিগুড়ি (Siliguri) বেঙ্গল…

মা হল রিকা। আকাশে যখন মেঘের ডাক। প্রবল বৃষ্টি চলছে রাজ্য জুড়ে। এমন ভেজা ভাদ্র মাসে রিকা বাঘিনির তিনটি ছানা দেখা গেল। শিলিগুড়ি (Siliguri) বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ খুশি। ৫ বছর বয়সী রিকা প্রথমবার তিন সন্তানের জন্ম দিয়েছে বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ।

রিকার তিন শাবক সুস্থ রয়েছে বলে জানান বনমন্ত্রী। তিনি বলে গত ১৯ আগস্ট তিন শাবকের জন্ম হয়েছে। তবে সংক্রমণের আশঙ্কায় এখন শাবকদের কাছে কাউকে যেতে দেওয়া হচ্ছেনা। সিসিটিভির মাধ্যমে চিকিৎসকরা নজরদারি চালাচ্ছেন।

প্রসঙ্গত, গত মাসেই দুই সন্তানের জন্ম দিয়েছিল কিকা। জন্মের সময়ই এক সন্তানের মৃত্যু হয়। কিছু দিন বাদে আরও এক সন্তানের মৃত্যু হয়। যেকারণে এখন রিকার সন্তানদের উপর বাড়তি নজর রেখেছে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ।

বেঙ্গল সাফারি পার্কে সফলভাবে বাঘের প্রজনন হয়। এর আগে বাঘিনি শীলা বেঙ্গল সাফারি পার্কেই তিনটি শাবকের জন্ম দিয়েছিল। কিন্তু কয়েক মাসের মধ্যেই একটি শাবকের মৃত্যু হয়। বেঁচে যায় কিকা ও রিকা। এবার শীলার কন্যা রিকা দিল তিন শাবকের জন্ম।

বেঙ্গল সাফারি পার্ক সূত্রে খবর, শারদ উৎসবের আগে সাজিয়ে তোলা হচ্ছে পার্ককে। দর্শকদের কাছে আরও আকর্ষণী করে তুলতে আনা হবে আফ্রিকান সিংহ। তবে সেই সিং অফ্রিকা থেকে নয় ভারতেরই দুটি চিড়িয়াখানা থেকে আসবে। আনা হচ্ছে গিবন। আলিপুর চিড়িয়াখানা এবং ত্রিপুরার চিড়িয়াখানা থেকে মোট দু’জোড়া সিংহ আনা হবে। গিবনের জন্যও পৃথক ব্যবস্থা হচ্ছে। বেঙ্গল সাফারির অন্দরে নানা প্রজাতির সাপ নিয়ে তৈরি করা হচ্ছে পার্ক।