কোনওভাবেই ভারত ছাড়া চলবে না। কলকাতা (Kolkata) বিমান বন্দরের অভিবাসন বিভাগ আটকে দিল আন্তর্জাতিক রুটের দরজা। আটকে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা (Maneka Gambhir) মেনকা গম্ভীর। তিনি কলকাতা থেকে থাইল্যান্ড (Thailand) যাচ্ছিলেন। কয়লা পাচার (Coal Scam) মামলায় কোটি কোটি কালো টাকা লেনদেন তদন্তে ইডি (ED) জেরার মুখে পড়েছেন তিনি। আপাতত তাঁর কোথাও যাওয়া চলবে না বলেই বার্তা এসে গেল।
কলকাতা বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকাকে বিমানে যেতে ‘বাধা’ দেওয়ার অভিযোগ উঠেছে। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ৯টা ১০ এর বিমানে ব্যাঙ্ককে চলে যাওয়ার কথা ছিল মেনকার। কয়লা পাচার সংক্রান্ত মামলায় ইডি তাঁকে তলব করেছে। তাই তাকে চলে যেতে দেয়নি অভিবাসন বিভাগ। টানা ঘণ্টা খানেক বিমান বন্দরে বসেছিলেন তিনি। মেনকা কেন চলে যাচ্ছিলেন তা নিয়ে ইডি চিন্তিত। পরে বিমানবন্দর ফিরে যান মেনকা।
কয়লা পাচার মামলায় মেনকার জামাইবাবু তথা তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দফা দফায় জেরা করেছে ইডি। সর্বশেষ তাঁকে কলকাতায় টানা জেরা করা হয়। কয়লা পাচার তদন্তে অভিষেকের স্ত্রী রুজিরা ও শ্যালিকা মেনকার অ্যাকাউন্ট নিয়ে ইডি সন্দিহান।