Manikatala by-election: এক বছর অভিভাবকহীণ মানিকতলার নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে ক্রমশ

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে কঠিন রোগে প্রয়াত হন মানিকতলার তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে৷ এক বছর কেটে যাওয়ার পরেও এখনও নির্বাচন (Manikatala by-election) কেন ঘোষণা করা হল না?

Manikatala by-election

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে কঠিন রোগে প্রয়াত হন মানিকতলার তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে৷ এক বছর কেটে যাওয়ার পরেও এখনও নির্বাচন (Manikatala by-election) কেন ঘোষণা করা হল না? প্রশ্ন তুলছে আম জনতা৷ তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ার দরুন সঠিক পরিষেবা পাচ্ছেন না তাঁরা৷ তাই এখন নির্বাচনের দাবিতে সরব হয়েছেন তাঁরা৷

যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বিধানসভা নির্বাচনের সময় বিজেপি কল্যাণ চৌবেকে ২০ হাজার ভোটে হারান তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডে৷ মমতা বন্দোপাধ্যায়ের কেবিনেটেও মন্ত্রী ছিলেন তিনি। এরই মধ্যে ভোট গণনায় কারচুপির অভিযোগের পাশাপাশি পুর্নগণনার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেন কল্যাণ।

কল্যাণ দাবি করেন, ২ মে ফল ঘোষণার পরপরই বিজেপির তরফে নির্বাচন কমিশনকে এই বিষয়ে চিঠিও দেওয়া হয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলাটি বিচারাধীন৷ সূত্রের খবর, সেই মামলার নিষ্পত্তি হলেই ওই এলাকায় ভোটের ঘোষণা হবে। প্রায় এক বছর হতে চলল সেখানে নির্বাচন না হওয়ার দরুন একাধিক অসুবিধা দেখা দিয়েছে৷

তবে রাজনৈতিক মহলের ধারণা, বালিগঞ্জ এবং সাগরদিঘির পর যেভাবে হাওয়া বদলেছে, তাতে মানিকতলার নির্বাচন তৃণমূলের জন্য সহজ হবে না৷ এবারেও শাসক দলের ঘাড়ের কাছে নি:শ্বাস ফেলতে পারে বিরোধীরা। তবে মামলার নিষ্পত্তি হলেই বোঝা যাবে রাজনৈতিক হাওয়া কী রয়েছে৷