Congress: বাম-কংগ্রেস জোটের ম্যাজিক অঙ্কে পড়ছে একাধিক কেন্দ্র, চিন্তিত তৃণমূল

কেরলে যাহা সত্য তাহা বঙ্গে নয়! কেরলে লড়াই তীব্র হলেও পশ্চিমবঙ্গে বাম-কংগ্রেস জোটই লোকসভা ভোটে লড়াই করবে। রাজনৈতিক বিশ্লেষণে উঠে আসছে কংগ্রেসের (Congress) দুটি ঘাঁটি…

কেরলে যাহা সত্য তাহা বঙ্গে নয়! কেরলে লড়াই তীব্র হলেও পশ্চিমবঙ্গে বাম-কংগ্রেস জোটই লোকসভা ভোটে লড়াই করবে। রাজনৈতিক বিশ্লেষণে উঠে আসছে কংগ্রেসের (Congress) দুটি ঘাঁটি বলে সুপরিচিত মুর্শিদাবাদ ও মালদা জেলায় জোটের শক্তিতে চিন্তিত শাসকদল তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপি।

সূত্রের খবর,পশ্চিমবঙ্গে বাম-কংগ্রেস জোটের নজরে আছে ৭-১০টি আসন। পঞ্চায়েত ও পুরসভা ভোটের ফলাফল ধরে এই আসনগুলিতে ঝাঁপাবে জোট।  উত্তর দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পুরুলিয়া জেলা মিলিয়ে অন্তত ৮টি আসনে বামফ্রন্ট ও কংগ্রেসের ভোটে ম্যাজিক অঙ্ক তৈরি হয়েছে।

ব্যালট গিলে নেওয়ার মতো বিতর্কিত ঘটনা ঘটেছিল সর্বশেষ পঞ্চায়েত ভোটে। গণনায় রিগিং নিয়েও দেশজুড়ে সমালোচিত হয় শাসক তৃণমূল। বাম ও কংগ্রেসের দাবি, পঞ্চায়েত ভোটের এই রিগিং ফলাফলের পরেও মুর্শিদাবাদ থেকে বড়সড় চমক আসবে। জেলার তিনটি আসন বহরমপুর, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর নিয়ে জোট আশাবাদী।  ইতিমধ্যেই বহরমপুর কেন্দ্রে তৃ়নমল প্রার্থী ইউসুফ পাঠানকে মেনে নিতে না পেরে তৃ়নমূলেই শুরু হয়েছে বিক্ষোভ। এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন ভরতপুরের বিধায়ক হুমায়ূন কবীর। তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে চলছে যোগদান।

পঞ্চায়েত ভোটের ফলাফল ধরে বামফ্রন্টের অন্যতম লক্ষ্য পূর্ব বর্ধমান জেলা। এই জেলার গ্রামাঞ্চলে বাম শিবিরের ভোট শতাংশ তৃণমূলের কাছে প্রবল চিন্তার কারণ। বীরভূমেও বাম ভোট শতাংশের হারে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। সিপিআইএম মনে করছে,লপঞ্চায়েত ভোটের মতো রিগিংয়ের সুযোগ  লোকসভা নির্বাচনে পারেনা তৃণমূল। বাম ভোট আরও বাড়বে দুটি জেলাতেই। চমকের সম্ভাবনা তৈরি হয়েছে।

মঙ্গলবার কংগ্রেসের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা বের হয়েছে তাতে পশ্চিমবঙ্গের নাম নেই। জানা যাচ্ছে, বাংলায় জোটের আসন রফা চূড়ান্ত হয়নি। তবে সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, বাম প্রার্থী তালিকা চূড়ান্ত। কংগ্রেস দ্রুত তাদের মতামত জানাক। জোটের তৃতীয় শরিক আ়ইএসএফের সঙ্গে আসন রফা চলেছে। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে পূর্ণ সমর্থন করবে সিপিআইএম। তিনি বহরমপুর থেকে লড়াই করবেন

জাতীয় কংগ্রেসের প্রথম তালিকায় সর্বাধিক গুরুত্ব পেয়েছিল কেরল। এ রাজ্যে তারা প্রধান বিরোধী দল। আবার কেরল টানা দুবার সিপিআইএমের দখলে। এ রাজ্যের ২০টি আসনের জন্য আগেই বাম প্রার্থী তালিকা বের হয়েছে। সিপিআইএমের নজর ১০টি বা তার অধিক লোকসভা আসনে জয়। কারণ, কেরলের উপরেই এখন বাম শিবিরের রাজনৈতিক ভবিষ্যত নির্ভর করছে। এ রাজ্যে বাম-কংগ্রেসের কামড়া কামড়ি লড়াই।