Vishal Kaith: কেরালার বিরুদ্ধে জয় তুলে নিতে আশাবাদী বিশাল, কী বলছেন?

আইএসএলের দ্বিতীয় লেগের ডার্বিতে সহজেই ময়দানের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলকে পরাজিত করেছে মোহনবাগান সুপারজায়ান্টস। জেসন কামিন্স থেকে শুরু করে দিমিত্রি পেত্রাতোস। সকলের পারফরম্যান্স ছিল যথেষ্ট…

Vishal Kaith - Indian football goalkeeper

আইএসএলের দ্বিতীয় লেগের ডার্বিতে সহজেই ময়দানের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলকে পরাজিত করেছে মোহনবাগান সুপারজায়ান্টস। জেসন কামিন্স থেকে শুরু করে দিমিত্রি পেত্রাতোস। সকলের পারফরম্যান্স ছিল যথেষ্ট প্রশংসনীয়। তবে এই দুজন নন। প্রতিপক্ষ দলকে বারংবার নিজস্ব দক্ষতায় আটকে দিয়েছেন গোলরক্ষক বিশাল কাইথ (Vishal Kaith)।

ম্যাচের শুরুতে আক্রমণের ঝড় তুলে প্রতিপক্ষ দল পেনাল্টির সুযোগ পেলেও তা অতি সহজেই আটকে দেন ভারতীয় দলের এই গোলরক্ষক। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ছিল ক্লেটন সিলভাদের কাছে। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সময় যত এগিয়েছে মেরিনার্সদের দাপট দেখা দিয়েছে চরম পর্যায়ে। তবে এবার সেসব ভুলে প্রত্যেক ম্যাচই জেতার কথা বলছেন কাইথ।

আগামীকাল সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিটে ইভান ভুকমানোভিচের কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে সবুজ-মেরুন ব্রিগেড। তবে ডার্বি ম্যাচের‌ পর দীর্ঘ পথ যাত্রা করে এমন গুরুত্বপূর্ণ ম্যাচ খেলা খুব একটা যে সহজ হবে না তা ভালো মতই জানেন সকলে। তবুও নিজেদের সেরাটা উজাড় করে দিতে মরিয়া দলের ফুটবলাররা। আসলে এবারের আইএসএলের লিগশিল্ড জয় করাই অন্যতম লক্ষ্য তাদের। সেজন্য, প্রতিটা ম্যাচ সমানভাবেই গুরুত্বপূর্ণ হতে চলেছে মেরিনার্সদের কাছে।

উল্লেখ্য, চলতি মরশুমে দলের যে পারফরম্যান্স তাতে অতীতের বেশ কিছু ফুটবলারদের সঙ্গে মিল পাচ্ছেন বাগান সমর্থকরা। এই সমস্ত কিছু নিয়ে সবুজ-মেরুন গোলরক্ষক বলেন, পূর্বের অন্যতম সেরা ফুটবলারদের সঙ্গে যে আমাদের তুলনা করা হচ্ছে তা অত্যন্ত আনন্দের। তবে এখনো বেশ কয়েকটা ম্যাচ বাকি। এক্ষেত্রে প্রত্যেকটি ম্যাচেই আমরা নিজেদের সেরাটা উজাড় করে দিতে চাই।

তাই আগের সমস্ত কিছু ভুলে এখন শক্তিশালী কেরালা দলকে আটকানোর পরিকল্পনা করছেন কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। আগামীকালের এই ম্যাচ জিতলে বলছি আরও কিছুটা সুবিধাজনক স্থানে চলে আসবে তা বলাই চলে।