BJP: বাংলার অর্থনীতি কালো টাকা দিয়ে চলছেঃ দিলীপ ঘোষ

শনিবাসরীয় দুপুরে কালো টাকার খোঁজে গার্ডেনরিচ সহ শহরে ৬টি জায়গায় হানা দেন ED-র দল। এরপর সাড়ে ১৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশির পর গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানের…

শনিবাসরীয় দুপুরে কালো টাকার খোঁজে গার্ডেনরিচ সহ শহরে ৬টি জায়গায় হানা দেন ED-র দল। এরপর সাড়ে ১৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশির পর গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানের বাড়ি থেকে ইডি উদ্ধার করে ১৭.৩২ কোটি টাকা। এদিকে এই ইস্যুতেই এবার রাজ্যের শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

রবিবার বাঁকুড়ার বিষ্ণুপুরে চা চক্রে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি সাংসদ, ‘দেখুন দিদি বলছেন টাকা নেই টাকা নেই, সকাল থেকে বিকেল দিল্লিতে মোদীর কাছে যাচ্ছেন। কিন্তু টাকা তো খাটের তলায়, আলমারিতে আছে। পুঁটলি বেঁধে রাখা আছে। কে ভেবেছিল পশ্চিমবঙ্গে কারোর বাড়িতে খাটের তলায় এত কোটি কোটি টাকা পাওয়া যাবে। আর এই টাকাগুলো নাকি বাংলার অর্থনীতি। এমনটাই বলছেন ববি হাকিম। কে ভেবেছিল বাংলার অর্থনীতি কালো টাকা দিয়ে চলবে?’

তিনি আরও বলেন, ‘কালো টাকাকে সমর্থন করছে সরকার।’ টিএমসি নেতাদের কষ্ট হচ্ছে এটা ভেবে যে কেন তাঁদের টাকা বের করে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কার টাকা, সাধারণ মানুষের সন্দেহ তো হবেই। অবৈধ টাকা লুট করছে সরকার।’