Mamata Banerjee: গঙ্গাসাগর সহ অন্যান্য কর্মসূচি পিছিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

গঙ্গাসাগর যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরের মতো এবছরও যাবেন। এই বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেলা শুরু হওয়ার আগে পরিদর্শনে যাচ্ছেন না। যেদিন মেলা শুরু…

Mamata Banerjee

গঙ্গাসাগর যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরের মতো এবছরও যাবেন। এই বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেলা শুরু হওয়ার আগে পরিদর্শনে যাচ্ছেন না। যেদিন মেলা শুরু হবে, সেদিনই যাবেন তিনি। জানা গিয়েছে প্রথমে কথা ছিল আগামী ৩ ও ৪ জানুয়ারি গঙ্গাসাগর যাওয়ার। কিন্তু রবিবার জানা যাচ্ছে আগামী আগামী ৭, ৮ ও ৯ জানুয়ারি সাগরে থাকবেন মমতা। মেলা শুরু ৮ তারিখ। উদ্বোধনের সময় তিনি থাকবেন বলেই জানা গিয়েছে।

উল্লেখ্য, আগামী ২ জানুয়ারি নেতাজি ইন্ডোরে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু সেটা হচ্ছে না। গঙ্গাসাগর থেকে ফেরার পথে ৪ জানুয়ারি জয়নগরে সভা করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। সেই কর্মসূচিও পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

অপর দিকে, কলকাতা পুলিশের ডিভিশন অফিসের উদ্বোধনের দিনও পরিবর্তন করা হয়েছে। ২ জানুয়ারির বদলে ৮ জানুয়ারি করা হয়েছে। পুলিশ সূত্রে সূত্রে জানা গিয়েছে পোলেরহাট ও চন্দনেশ্বর থানার বিল্ডিং এখনও সম্পূর্ণ হয়নি। এছাড়া ৮ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর যাবেন। ওই দিনই নতুন থানার উদ্বোধন করবেন বলেই খবর।

তবে ঠিক কী কারণে সব কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়েছে, তা স্পষ্ট নয়।