Manipur Violence: বর্ষবরণের রাতে গুলির লড়াই, মণিপুরে অসম রাইফেলস ব্যারাকে জঙ্গি হামলা

মণিপুর ফের অশান্ত। পরপর দুদিন নিরাপত্তারক্ষীদের উপর হামলা হলো। রবিবার বর্ষবরণের রাতেও চলছে তীব্র গুলির লড়াই। রাজ্য জুড়ে সব থানায় বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে।…

Manipur violence

মণিপুর ফের অশান্ত। পরপর দুদিন নিরাপত্তারক্ষীদের উপর হামলা হলো। রবিবার বর্ষবরণের রাতেও চলছে তীব্র গুলির লড়াই। রাজ্য জুড়ে সব থানায় বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। রবিবার বিকেল থেকে দফায় দফায় গুলির লড়াই চলেছে মায়ানমারের সীমান্ত লাগোয়া মোরে শহরের কাছে। অসম রাইফেলসের ব্যারাক আক্রান্ত।

PTI জানাচ্ছে, মণিপুরের সীমান্ত শহর মোরে শহরে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র জঙ্গিদের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধ চলছে। সশস্ত্র জঙ্গির রবিবার বিকেল 4:20 নাগাদ টেংনোপাল জেলার মোরে শহরে নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালায়। এই হামলা হয় চাওয়াংফাই গ্রামে।

মোরে শহরে মণিপুর কমান্ডোর অফিস কমপ্লেক্সের মধ্যেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে, একই বিষয়ে তথ্য এখনও পুরোপুরি নিশ্চিত করা হয়নি।

শনিবার মোরে শহরে নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে গোলাগুলিতে চার পুলিশ কমান্ডো আহত হনশু। তখন সংঘর্ষ চলেছিল মধ্যরাত পর্যন্ত। অসম রাইফেলসের মোরেতে নিযুক্ত বিশেষ কমান্ডোদের লক্ষ্য করে হামলা করে জঙ্গিরা।গোলাগুলি রাতভর চলতে থাকে। হামলাকারীরা পুলিশ কমান্ডোদের ব্যারাক লক্ষ্যবস্তু করেছিল, যার ফলে চারজন অফিসার আহত হন। আহত নিরাপত্তা কর্মীর মোরে শহরের আসাম রাইফেলস হাসপাতালে চিকিৎসাধীন। শনিবারের হামলায় ব্যারাকে কাঠামোগত ক্ষতিও হয়েছে। সংঘর্ষ মোরে বাসিন্দারা আতঙ্কিত