চাকরি প্রার্থীদের আইনি পথ ছেড়ে বিপথে যাওয়ার প্ররোচনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী: বিকাশরঞ্জন

শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে সরকারের সাফাই দিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Baneejee) মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,আমি চাকরি দিতে চাই। কেউ কেউ মানুষ না…

শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে সরকারের সাফাই দিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Baneejee) মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,আমি চাকরি দিতে চাই। কেউ কেউ মানুষ না খেতে পেলে ৫ টাকা দিতে যায় না। আর পিআইএল (PIL) করে করে জীবনটাকে পিআইএল করে দিয়েছে। আপনি যাই করুন একটা পিআইএলে চলে যাচ্ছে। পাশাপাশি গত বামফ্রন্ট সরকারের আমলে নিয়োগ দুর্নীতি হয়েছে বলে দাবি করেন।

এর পরই আইনি খোঁচা খেলেন মুখ্যমন্ত্রী। তাঁকে আক্রমণ করেন সিপিআইএমের সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, ওনার মন্তব্যে স্পষ্ট, আইন আদালতে ওনার ভরসা নেই। উনি দুর্নীতি করতে চান। আর তাই আদালত থেকে মানুষকে দূরে সরাতে চাইছেন। চাকরি প্রার্থীদের আইনি পথ ছেড়ে বিপথে যাওয়ার জন্য প্ররোচনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী।

মু়খ্যমন্ত্রীর অভিযোগ, সিপিএম চলে গেলেও যে অত্যাচার আমাদের সঙ্গে করেছে, আমরা তো কারোর চাকরি খাইনি। সিপিএম আমলের একটা খুঁজে পান তো আলমারি। একটা কাগজ, একটা কাগজ পাবেন না। আমাদের কাগজ আছে বলেই তো আপনি ভুলটা ধরতে পারছেন। ওদের আমলে কাগজ একটাও নেই। আমরা পাইনি। আমরা ফাইল পাইনি। আমরা আলমারি পাইনি। আমরা কিছু দেখতে পাইনি।

জবাবে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রী পাগলের প্রলাপ বকছেন। ফাইল কাগজপত্র না থাকলে এতদিন ধরে সরকার চালচ্ছেন কী করে? আমলাদের মাইনে দিচ্ছেন কী করে? উনি পাগল হয়ে গেছেন। তাই পাগলের প্রলাপ বকছেন। তিনি বলেন, উনি পাগল সাজার চেষ্টা করছেন। যাতে আদালতে দোষী প্রমাণিত হলেও সাজায় ছাড় পান। সেজন্য নানা রকম অপযুক্তি সাজাচ্ছেন তিনি। কিন্তু আদালত ও বিচারব্যবস্থাকে এত বোকা ভাবলে ভুল করবেন উনি। এত কোনও লাভ হবে না।