Coal Smuggling Scam: মলয় ঘনিষ্ঠ শঙ্করকে দিল্লিতে তলব ইডি-র

কয়লা মামলায় মঙ্গলবার আইনমন্ত্রী মলয় ঘটকের ঘনিষ্ঠ (Malay Ghatak aide) শঙ্কর চক্রবর্তীকে (Shankar Chakraborty) ডেকে পাঠাল ইডি। আসানসোলের ৫৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দীপা চক্রবর্তীর…

কয়লা মামলায় মঙ্গলবার আইনমন্ত্রী মলয় ঘটকের ঘনিষ্ঠ (Malay Ghatak aide) শঙ্কর চক্রবর্তীকে (Shankar Chakraborty) ডেকে পাঠাল ইডি। আসানসোলের ৫৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দীপা চক্রবর্তীর স্বামি শঙ্কর চক্রবর্তী। এই ঠিক এক দিন আগে সোমবার, ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটককে (Malay Ghatak) তলব করে।

শঙ্কর চক্রবর্তীকে আগামী সপ্তাহে দিল্লিতে ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সাংবাদিকদের তৃণমূল কাউন্সিলর দীপা চক্রবর্তী জানান যে তাঁরা ইডির নোটিস সোমবার দুপুরে পেয়েছেন।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

জানা যাচ্ছে, আসানসোলের গ্লাস কারখানার কর্মী ছিলেন শঙ্কর চক্রবর্তী। ১৯৮২ সালে কারখানা বন্ধ হয়ে গেলে শঙ্কর কংগ্রেসে যোগ দেন এবং তখন থেকেই মলয় ঘটকের সঙ্গে ঘনিষ্ঠতা শুরু হয়। সেই সময় মলয় ঘটক বর্ধমানের দাপুটে কংগ্রেস নেতা।

এর আগে ইডি শঙ্করের কাছ থেকে ব্যাঙ্কের লেন্দেন সংক্রান্ত সমস্ত নথে চেয়েছিল যা তিনি জমাও করেছিলেন। এমনটাই দাবি করেছেন শঙ্করের স্ত্রী দীপা চক্রবর্তী।

১৯ জন মলয় ঘটককের ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছে। গিয়েছে শঙ্কর ছাড়াও মলয় ঘনিষ্ঠ আরও কয়েকজনকে ডেকে পাঠিয়েছে ইডি বলেই জানা যাচ্ছে। মনে করা হচ্ছে এই পদক্ষেপ কয়লা মামলার তদন্তে (Coal Smuggling Scam) বেশ তাৎপর্যপূর্ণ।