Odisha Train Tragedy: তদন্তে ঘটনাস্থলে সিবিআই, কটকে মমতা

আজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহতদের দেখতে কটক এবং ভুবনেশ্বরের হাসপাতালগুলিতে যেতে পারেন। তাঁর সঙ্গে থাকবেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং শশী পাঁজা। মেদিনীপুর মেডিক্যাল…

আজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহতদের দেখতে কটক এবং ভুবনেশ্বরের হাসপাতালগুলিতে যেতে পারেন। তাঁর সঙ্গে থাকবেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং শশী পাঁজা। মেদিনীপুর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালেও যেতে পারেন বলে জানা যাচ্ছে।

ওপরদিকে সিবিআইয়ের ১০ জনের একটি দল আজই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

মঙ্গলবার ৬ জুন, সিবিআইয়ের ১০ জনের একটি দল ঘটনাস্থলে গিয়ে এলাকাটা খতিয়ে দেখেন। জানা যাচ্ছে, তাঁরা এ সংক্রান্ত বিভিন্ন নথি সংগ্রহ করবেন, দুর্ঘটনার সময় কর্তব্যরত রেলকর্মীদের বয়ান নেবেন।

২রা জুন শুক্রবার রাতে সিগন্যাল ব্যবস্থায় বড়সড় ত্রুটির কারণে দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। করমণ্ডল এক্সপ্রেস ট্রেন বেলাইন হয়ে পিছন থেকে ধাক্কা মারে বাহানগা বাজার স্টেশনের লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িকে। একই সঙ্গে বেলাইন হওয়া করমণ্ডলের কয়েকটি কামরা গিয়ে পড়ে পাশের ডাউন লাইনে এবং বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের সঙ্গে পাশাপাশি সংঘর্ষ হয়। ৫১ ঘন্টা পর রবিবার রাতে ট্রেন চলাচল শুরু করা হয়।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন যে রেল বোর্ড সিবিআই তদন্তের সুপারিশ করেছে সরকারের কাছে। কী ভাবে ঘটল বালেশ্বরে ট্রেন দুর্ঘটনা? প্রশ্ন উঠছে যে এটা নিছক দুর্ঘটনা না কি এর নেপথ্যে রয়েছে অন্তর্ঘাত? এবার এই সব খতিয়ে দেখতে করমণ্ডলকাণ্ডের তদন্ত ভার নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই দুর্ঘটনায় এফআইআর দায়ের করেছে জিআরপি এবং তদন্ত চালাচ্ছে রেল সুরক্ষা কমিশনও।