Mamata Banerjee: আবাস-বঞ্চনার অভিযোগ মুখ্যমন্ত্রীর

আবাস-বঞ্চনার অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ এনে মুখ্যমন্ত্রী বলেন, “আবাস যোজনার টাকা দিচ্ছে না কেন্দ্র। আমি নিজে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি।…

Mamata Banerjee targets BSF

আবাস-বঞ্চনার অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ এনে মুখ্যমন্ত্রী বলেন, “আবাস যোজনার টাকা দিচ্ছে না কেন্দ্র। আমি নিজে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। আমার বিধায়করা দেখা করেছেন। পঞ্চায়েত মন্ত্রী বলছেন যে আবাস যোজনার টাকার জন্য আমি নিযে দেখা করেছি কিন্তু টাকা দেয়নি।” গুরুতর অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী।

প্রতিদিন ভুরিভুরি অভিযোগ আসছে আবাস যোজনা নিয়ে। সাধারণ মানুষ অভিযোগ করছেন তারা ঘর পাচ্ছেন না। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আবাস যোজনার টাকা পায়নি রাজ্য, বঞ্চনা করা হয়েছে। পঞ্চায়েতমন্ত্রী সেই বিষয়ে তাঁকে জানিয়েছেন। এই অভিযোগ এর আগেও বহুবার এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিধানসভায় আজ প্রশ্ন-উত্তর পর্ব চলে এবং সেখানে বিধায়ক সমীর কুমার জানা, পঞ্চায়েত ও গ্রামন্নয়ন বিভাগের এই সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন করেছিলেন। এরপর পঞ্চায়েতমন্ত্রী সাফ জানান যে আবাস যোজনার টাকায় বঞ্চনা হচ্ছে পশ্চিমবঙ্গ। এরপর সেই সূত্র ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন। তিনি বলেন যে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং তাঁর দলের বিধায়করাও দেখা করেছেন। তবুও আবাস যোজনার টাকা তারপরেও পাওয়া যায়নি বলে জানান মুখ্যমন্ত্রী।

বিধানসভায় কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী। ‘আবাস যোজনার টাকা রাজনৈতিক কারণে দেওয়া হচ্ছে না’। বিধানসভায় অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন যে পঞ্চায়েতমন্ত্রী বলেছেন যে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই মূলত এই টাকা দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যে গৃহ নির্মাণের জন্য অর্থ কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। একাধিক বার আমরা আলোচনা করেছি, কেন্দ্রকে বলেছি।“

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে একেবারেই রাজনৈতিক উদ্দেশ্যে এই টাকা আটকে রাখা হয়েছে। রাজ্যে সংখ্যালঘু উন্নয়নে চলতি বছরে কোনও টাকা দেয়নি কেন্দ্র, অভিযোগ মুখ্যমন্ত্রীর। বিরোধীদের বলব, আপনাদের কিছু বলার থাকলে আপনারা আমার কাছে এসে বলবেন, বিধানসভায় বলেন মুখ্যমন্ত্রী।