Mamata Banerjee: ‘ভুয়ো ডক্টরেট’ বিতর্কে জড়ানো মমতা ফের পাবেন ডি লিট

কলকাতা বিশ্ববিদ্যালয়ের পর সেন্ট জেভিয়ার্স (St. Xavier’s University) শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডি’লিট পেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Mamata Banerjee D Litt

কলকাতা বিশ্ববিদ্যালয়ের পর সেন্ট জেভিয়ার্স (St. Xavier’s University) শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডি’লিট পেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার মুখ্যমন্ত্রীকে এই সম্মান দেবে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ও বিশ্ববিদ্যালয়ের আচার্য ফাদার রাফায়েল জে হাইড।

যতবারই মমতাকে সাম্মানিক ডি লিট দেওয়া হয় ততবারই ডক্টরেট বিতর্ক উস্কে ওঠে। সেই ডিগ্রি ভুয়ো ছিল বলে অভিযোগ করেছিলেন জ্যোতি বসু। তিনি মু়খ্যমন্ত্রী থাকাকালীন তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জড়ান ডক্টরেট বিতর্কে। পরে তিনি সেই শব্দ আর নামের আগে বসানো ছেড়ে দেন।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির পরিদর্শক তথা সাংবিধানিক প্রধান পদে রয়েছেন। সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, অনুষ্ঠানে দীক্ষান্ত ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী। মোট ৭৭০ জন পড়ুয়ার হাতে ওই দিন শংসাপত্র তুলে দেওয়া হবে।

২০১৭ সাল থেকে যাত্রা শুরু করেছিল সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের জমি বরাদ্দ থেকে একাধিক পর্বেই সহায়তা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উচ্চশিক্ষার অগ্রগতির জন্য তাঁকে এই সম্মান দেওয়া হচ্ছে।

২০১৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি’লিট সম্মান দেওয়া হয়েছিল। তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছ থেকে এই সম্মান নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যদিও সেবার মুখ্যমন্ত্রীকে ডিলিট দেওয়া নিয়ে কম বিতর্ক হয়নি। জল গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট অবধি। কলকাতা বিশ্ববিদ্যালয় ছাড়াও ভুবনেশ্বরের ‘কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি’ মমতাকে সাম্মানিক ডক্টরেট দেয়।