ক্ষমার অযোগ্য অপরাধ, সিবিআই তদন্ত আপত্তি নেই, আরজি.কর নিয়ে বার্তা মমতার

আরজি.করের ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে। এই অপরাধের কোনও ক্ষমা নেই জানালেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি ফাস্টট্র্যাক কোর্টে…

Mamata Banerjee on RgKar hospital murder case

আরজি.করের ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে। এই অপরাধের কোনও ক্ষমা নেই জানালেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি ফাস্টট্র্যাক কোর্টে এনে দ্রুত বিচার করে দোষীদের ফাঁসির সাজা শোনানোর কথা বলেন। অন্যদিকে, এই খুনের তদন্তে বিজেপির সিবিআই তদন্তের দাবিকেও স্বাগত জানান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি বলেন, “রাজ্য সরকারের কোনও কিছু লুকানোর নেই, প্রয়োজনে অন্য কোনও সংস্থা দিয়ে তদন্ত হোক।” অর্থ্যাত্ তিনি যে সিবিআইয়ের কথা বলছেন তা বুঝতে অসুবিধা হয়নি কারওর। 

আরজিকরে তরুণী চিকিত্সক খুনে ধৃত ১, রুজু ধর্ষণের মামলা

   

এদিকে আরজিকর হাসপাতালে (R.G. Kar Hospital) পড়ুয়া তরুণী চিকিত্সক হত্যার ঘটনায় সঞ্জয় রায় নামে একজনকে সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে ধর্ষণ করে খুনের মামলা রুজুএ করা হয়েছে। শুক্রবার রাতেই সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ। পাশাপাশি তাঁর হেডফোনের ছেঁড়া তার থেকেই তাঁকে শনাক্ত করে পুলিশ। শনিবার সকালেই গ্রেফতার করা হয় সঞ্জয়কে। ধৃতকে হেফাজতে নিয়ে জেরা শুরু করেছে পুলিশ। 

হঠাত্ অচেনা জাহাজ দেখলেই সতর্ক হবেন! সুন্দরবন উপকূলে কড়া নজর কোস্টগার্ডের

প্রাথমিক ভাবে ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, তরুণীর মুখ, পেট, ঠোঁট, গলা, এমনকি যৌনাঙ্গেও ক্ষতচিহ্ন রয়েছে। কী ভাবে সে সব ক্ষত তৈরি হল, তা রিপোর্টে স্পষ্ট নয়। সেই রিপোর্টটি আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। যারফলে ওই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ তৈরি হয়েছে জনমানষে। মৃত ওই তরুনীর পরিবারের অভিযোগ ধর্ষণ করে খুন করা হয় তাঁদের মেয়েকে। তার ভিত্তিতেই খুনের মামলা রুজু করে টালা থানার পুলিশ।

বাংলাদেশ হাতছাড়া হতেই মালদ্বীপে ছুটলেন জয়শঙ্কর

শুক্রবার খবরটি সামনে আসতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে আরজিকর হাসপাতাল চত্বরে। বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতের পরিবারের সদস্যেরা। প্রতিবাদে সামিল হয় বিজেপি সহ রাজ্যের বিরোধী দলগুলি। ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করে জুনিয়ার চিকিত্সকেরা। ফলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। শনিবার সকাল থেকেই জুনিয়ার ডাক্তার ও নার্সদের বিক্ষোভে উত্তপ্ত আরজিকর চত্বর। মৃত চিকিত্সকের বিচারের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছে রাজ্যের অন্যান্য মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়ারা। তবে এই বিক্ষোভকে ন্যায়সঙ্গত দাবি করেছেন মুখ্যমন্ত্রী।