বাংলাদেশে (Bangladesh) উদ্ভুত পরিস্থিতি নিয়ে সতর্ক রয়েছে দেশের উপকূল রক্ষা বাহিনী বা কোস্টগার্ড। সেই মতো বাংলাদেশ লাগোয়া রাজ্য পশ্চিমবঙ্গে র উপকূলীয় এলাকাগুলিতে বাড়তি নজর বাড়িয়েছে তাঁরা। সুন্দরবন সংলগ্ন উপকূলর্তী এলাকাগুলিতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার সকালে মাইকিং করে বলা হয়, অচেনা কোনও জাহাজ বা ট্রলার দেখলেই যেন পুলিশকে খবর দেয় স্থানীয়রা। দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জে মৎস্যজীবীদের সঙ্গে আলাদা করে কথা বলেন কোস্টগার্ডের আধিকারিকেরা।
অশান্ত বাংলাদেশে খুনের ভয়ে কাঁপছেন বিসিবি সভাপতি, মহিলা বিশ্বকাপ অনিশ্চিত
ওই নির্দেশে বলা হয়, প্রত্যেক মত্সজীবীকে তাঁর আসল পরিচয়পত্র ও মত্স জীবিকার আসল নথিপত্র সঙ্গে রাখতে হবে। এবং অচেনা কোনও জাহাজ দেখলেই দ্রুত খবর দিতে হবে স্থানীয় থানায়। এমনকি কেউ যেন আগ বাড়িয়ে কাউকে সাহায্য না করে। তাতে বিপদ বাড়তে পারে বলে সতর্ক করেছে পুলিশ ও কোস্টগার্ড।
আরজিকরে তরুণী চিকিত্সক খুনে ধৃত ১, রুজু ধর্ষণের মামলা
ভারতের সঙ্গে বাংলাদেশ আড়াই হাজার কিলোমিটারের বেশি সীমান্ত শেয়ার করে। প্রতিবেশী দেশে অশান্তির জেরে ইতিমধ্যে কয়েক হাজার শরণার্থী ভারত সীমান্তে ঢোকার চেষ্টায় রয়েছে। তাই অবৈধ অনুপ্রবেশের চেষ্টা রুখতে সজাক বিএসএফ। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট ছয়টি চেকপোস্টে বাড়ানো হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। ঠিক তেমনই বঙ্গোপসাগরীয় উপকূল এলাকাতেও অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করল কোস্টগার্ড। এই অনুপ্রবেশের মধ্যে ভারতে জঙ্গি ঢোকার সম্ভাবনা রয়েছে বলে আগেই সতর্ক করেছে বিদেশমন্ত্রক ও স্বরাষ্ট্রমন্ত্রক। সেই মতোই সীমান্তের মতো জলপথেও নিরাপত্তা জোরদার করল কেন্দ্র।
ট্রেনে তো চড়েন, চেনেন ভারতীয় রেলের ‘বড়লাট’কে? জন্ম থেকেই আজীবন পাকা চাকরি
গণবিক্ষোভের মুখে গত ৫ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন। তাঁর সরকারের পতনের পর বাংলাদেশে (Bangladesh) গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রধান নোবেলজয়ী ড. ইউনূস। হাসিনা দেশ ছাড়তেই অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। হামলা বাড়তে থাকে সংখ্যালঘু হিন্দুদের ওপর। এমন অবস্থায় সেদেশ ছেড়ে ভারতে আসার জন্য সীমান্তে ভিড় করতে থাকে প্রতিবেশী দেশে নির্যাতিতরা। ফলে সীমান্তে নজরদারি বাড়ায় ভারত।