সল্টলেকের BJP দফতরে ঝাঁটাযুদ্ধ, নেতারা পালালেন

সল্টলেকে বিজেপি অফিসে ধুন্ধুমার। মথুরাপুরের জেলা সভাপতি বদলের দাবিতে বিক্ষোভ। কুশপুতুল পুড়িয়ে, ঝাঁটা নিয়ে বিক্ষোভ দলীয় কর্মীদের। সল্টলেকে বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার। বিজেপির সল্টলেক দফতরে বিক্ষোভ দেখাচ্ছেন…

সল্টলেকে বিজেপি অফিসে ধুন্ধুমার। মথুরাপুরের জেলা সভাপতি বদলের দাবিতে বিক্ষোভ। কুশপুতুল পুড়িয়ে, ঝাঁটা নিয়ে বিক্ষোভ দলীয় কর্মীদের। সল্টলেকে বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার। বিজেপির সল্টলেক দফতরে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা। তাদের বক্তব্য, নবারুণ নায়েক-কে জেলা সভাপতি করা হয়েছে, তাকে সেই পদ থেকে সরাতে হবে।‌ এই ব্যক্তির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে‌। ওই ব্যক্তি নির্দলেল হয়ে দাঁড়িয়েছেন।

অভিযোগ উঠছে এবারের পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতির আসনে রামনগরের গাজিপুরে জোড়া পাতা চিহ্নে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন নবেন্দু সুন্দর নস্কর। তাকেই মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি করেছে রাজ্য বিজেপি। এর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন রাজ্য বিজেপির কর্মীরা। নতুন এই জেলা সভাপতিকে নিয়ে চরমে ক্ষোভ। সল্টলেকে বিজেপির দফতরে হই হট্টগোল। বর্তমানে পরিস্থিতি শান্ত হলেও বাইরে কুশপুতুল দাহ কর্মসূচি চলছে। নবেন্দু নবারুণের যে কুশপুতুল তৈরি হয়েছে তার দাহ করা হচ্ছে। যে বিক্ষোভ চলছিল বিজেপি অফিসে, সে বিক্ষোভ চলছে এখন রাস্তার ওপরে।

কুশ পুতুল দাহ করে চলছে বিক্ষোভ। তাদের বক্তব্য যতক্ষণ না তাদের পদ থেকে সরানো হবে ততক্ষণ চলবে বিক্ষোভ। যে ব্যক্তি পঞ্চায়েত ভোটে তাদের বিরুদ্ধাচারণ করেছে তাকে কিভাবে জেলা সভাপতি পদে বসানো হল। সেই দাবিতে বিজেপি অফিসের সামনে ধুন্ধুমার চলছে। রাজ্যস্তরের শীর্ষনেতৃত্বরা এখনো এখানে উপস্থিত নেই। তারা আসার পর তারা কী কথা বলে সেটাই দেখার।

এর আগে রাজ্য বিজেপির কর্মীরা দাবি জানালেও সেই দাবি মানা হয়নি। কিছুক্ষণেই রয়েছে শমীক ভট্টাচার্যের প্রেস কনফারেন্স। তাকে অফিসে ঢুকতে বাধা দেওয়া হয়। তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়‌। তার পায়ে শুয়ে পড়ে বিজেপি কর্মীরা ওই ব্যক্তিকে অপসারণের দাবি জানান। রাজ্য বিজেপি দফতরের উপরের তলায় ওঠার জায়গায় তালা ঝুলিয়ে দেওয়া হয়। ‌সাংবাদিক বৈঠকের ওখানেও বিজেপি নেতৃত্বরা রয়েছেন, যাতে বাইরের বিক্ষোভের আঁচ ভেতরে প্রবেশ করতে না পারে।