মমতা ঘনিষ্ঠ মুখ্যমন্ত্রীকে ED তলব, তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিশেষ ঘনিষ্ঠ ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemanta Soren)। এবার তাঁকে তলব করল দেশের কেন্দ্রীয় আর্থিক তদন্ত সংস্থা (ED) ইডি।…

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিশেষ ঘনিষ্ঠ ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemanta Soren)। এবার তাঁকে তলব করল দেশের কেন্দ্রীয় আর্থিক তদন্ত সংস্থা (ED) ইডি। ঝাড়খন্ডের রাজনীতিতে প্রবল আলোড়ন। রাঁচি সরগরম। আলোড়ন ছড়িয়েছে প্রতিবেশি পশ্চিমবঙ্গের কয়লা ও খনি শিল্পাঞ্চল পশ্চিম বর্ধমানে। পাথর খাদানের এলাকা বীরভূম ও জঙ্গলমহলের পুরুলিয়ায়। এই এলাকাগুলি ঝাড়খন্ড লাগোয়া।

মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ইডি তলবে তীব্র প্রতিবাদ জানিয়েছে তাঁর দল ঝাড়খন্ড মুক্তিমোর্চা (JMM) ও সরকারের শরিক কংগ্রেস। মহাজোট শরিক প্রতিবাদ করেছে আরজেডি। এই জোটের কাছে গত বিধানসভা ভোটে বিজেপি পরাজিত হয়। এর পর ঝাড়খন্ডের মু়খ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে বারবার রাজনৈতিক জোট মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গেছে। মমতার আহ্বানে তিনি ব্রিগেডে এসেছিলেন।

   

পিটিআই জানাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে আর্থিক লেনদেন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। PTI আরও জানাচ্ছে,জমি কেলেঙ্কারির তদন্তে আর্থিক লেনদেনের বিষয়ে আগামী ১৪ আগস্ট হেমন্ত সোরেনকে জিজ্ঞাসাবাদের ডেকেছে ইডি।

গত বছরে ১৮ নভেম্বর সোরেনকে প্রায় দশ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। বিশেষত পাথর খনির সাথে সম্পর্কিত একটি অবৈধ খনির মামলায় তার অভিযুক্ত জড়িত থাকার বিষয়ে জেরা করা হয়েছিল। আনুমানিক এক হাজার কোটি টাকার আর্থিক বেনিয়মের অভিযোগ সহ একটি খনির কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে ইডি সম্প্রতি সোরেনের ঘনিষ্ঠ সহযোগীদের একজন পঙ্কজ মিশ্রকে গ্রেপ্তার করেছে।

ঝাড়খন্ডের বিরোধী দল বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে খনি কেলেঙ্কারির বিষয়ে সরব। মুখ্যমন্ত্রী থাকাকালীন এবং মন্ত্রিসভায় খনির পোর্টফোলিও অধিষ্ঠিত থাকাকালীন সোরেন তাঁর নামে পাথর খনির ইজারা সংগ্রহ করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

তবে বিজেপি বিরোধীদের অভিযোগ, কেন্দ্র সরকার ইডি এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এর মতো এজেন্সিগুলিকে বিরোধীদের ভয় দেখানো এবং হয়রানি করার জন্য ব্যবহার করেছে। কংগ্রেস, আম আদমি পার্টি (এএপি), জেএমএম, তৃণমূল কংগ্রেস ইত্যাদির মতো দলগুলির বেশ কিছু বিরোধী নেতা সিবিআই এবং ইডির বিভিন্ন তদন্তের অধীনে রয়েছে।