Amit Shah: বিজেপির জমানায় এক ইঞ্চি জমিও দখল হবে না ভারতের, শাহ বার্তা দেশবাসীকে

ভারত-চিন সংঘর্ষ নিয়ে ফের নতুন করে জলঘোলা শুরু হয়েছে। শুক্রবার চিনা সেনার হামলাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এইবার এই প্রসঙ্গে মুখ খুললেন কেন্দ্রীয়…

ভারত-চিন সংঘর্ষ নিয়ে ফের নতুন করে জলঘোলা শুরু হয়েছে। শুক্রবার চিনা সেনার হামলাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এইবার এই প্রসঙ্গে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। বিজেপি ক্ষমতায় থাকাকালীন ভারতের এক ইঞ্চি জমি দখল করতে পারবে না কেউ,এই বলে হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। চিনের হামলার পরেই মঙ্গলবার এমনটাই দাবি করলেন অমিত শাহ। গত ৮ ও ৯ ডিসেম্বর রাতে ভারতীয় সেনাবাহিনী যে বীরত্ব দেখিয়েছে, ভারতীয় সেনাদের সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 অমিত শাহের দাবি,’আমি স্পষ্ট করে জানাতে চাই, যতক্ষণ পর্যন্ত মোদী সরকার ক্ষমতায় রয়েছে, কেউ আমাদের এক ইঞ্চি জমি দখল করতে পারবে না’। এমনিতেই অরুণাচলে চিন-ভারত এর সেনার সংঘর্ষে র ইস্যুতে গতকাল থেকেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এদিন সকালেই চিনের হামলা নিয়ে আলোচনার জন্য মুলতুবী প্রস্তাব আনে বিরোধী দলগুলি। কিন্তু প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্যের পরেই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। যা নিয়েও কটাক্ষ করতে পিছপা হননি অমিত শাহ। 

বিরোধীদের কটাক্ষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য,’প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চিনা হামলার বিবৃতি দেবেন এটা জানার পরেও কংগ্রেস দুর্ভাগ্যজনক ভাবে প্রশ্নোত্তর পর্ব ভণ্ডুল করে দিল। আমি প্রশ্নোত্তর পর্বের তালিকা দেখেছি। সেখানে ৫ নম্বর প্রশ্নটি দেখেই বুঝতে পেরেছি কংগ্রেস কেন এমন করছে। কংগ্রেসের উদ্বেগ বুঝি’। প্রতিরক্ষা মন্ত্রী কংগ্রেসের প্রশ্নের উত্তর দিতে তৈরি ছিলেন বলেও দাবি অমিত শাহের। 

প্রসঙ্গত, ২০০৬ সালে যখন কংগ্রেস ক্ষমতায় ছিল, তখনই চিন অরুণাচলের উপর তাদের অধিকারের দাবি জানিয়েছিল। একইসঙ্গে অমিত শাহ কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে বলেন, যদি অধিবেশন চলতে দেওয়া হত, তাহলে আমি সংসদে দাঁড়িয়ে উত্তর দিতাম যে, ২০০৫-০৬ এবং ২০০৬-০৭ অর্থবর্ষে রাজীব গান্ধী ফাউন্ডেশন ১ কোটি ৩৫ লক্ষ টাকা অনুদান হিসাবে চিন দূতাবাস থেকে পেয়েছে। যা নীতির পরিপন্থী। 

এদিন তাওয়াংয়ের চিনা হামলা নিয়ে মঙ্গলবার সংসদে বিবৃতি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, সীমালঙ্ঘনের চেষ্টা চালিয়ে গত ৯ ডিসেম্বর তাওয়াং সেক্টরের ইয়াংসে এলাকায় হামলা চালায় পিপলস লিবারেশন আর্মি। চিনা ফৌজের হামলার পরেই কৌশলে ভারতীয় সেনা তা প্রতিহত করার চেষ্টা করেছিল। কোনভাবেই চিনা ফৌজ যাতে ভারতের গণ্ডির মধ্যে প্রবেশ করতে না পারে, সেই ব্যবস্থা করে গেছে ভারতীয় সেনা।

তিনি আরও বলেন, চিনের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেই সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি সংসদকে আশ্বস্ত করতে চাই ভারতীয় সেনা আমাদের সীমান্ত রক্ষার ক্ষেত্রে যে কোনও পদক্ষেপ নিতে প্রস্তুত। তবে দুই পক্ষের সংঘর্ষের জেরে বেশ কয়েক আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। তাঁর সংযোজন, দুই পক্ষের সংঘর্ষে সেনারা আহত হলেও তবে সেটা মোটেই চিন্তার বিষয় নয়। সেনা কম্যান্ডারদের দ্রুত হস্তক্ষেপে চিনা সেনারা নিজেদের জায়গায় ফিরে গিয়েছে।