Suvendu Adhikari: একটার পর একটা পড়ছে লাশ! প্রতিবাদে কালীঘাট অভিযানের ডাক শুভেন্দুর

শনিবার সকাল থেকে রাজ্যে চলছে পঞ্চায়েত নির্বাচন। ভোটের শুরু হওয়ার আগে থেকেই শুরু হয়ে যায় মৃত্যু মিছিল। এখনও পর্যন্ত ৬ জন ভোট সন্ত্রাসের বলি। এবার…

Suvendu Adhikari

শনিবার সকাল থেকে রাজ্যে চলছে পঞ্চায়েত নির্বাচন। ভোটের শুরু হওয়ার আগে থেকেই শুরু হয়ে যায় মৃত্যু মিছিল। এখনও পর্যন্ত ৬ জন ভোট সন্ত্রাসের বলি। এবার এই পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী কালীঘাট অভিযানের ডাক দেন। শুভেন্দু বলেন, ‘‘মানুষের কাছে দু’টো রাস্তা আছে, জনগনের অভ্যুত্থান, চলো কালীঘাট, গুলি করুক, প্রথম ১০-২০ জন মরবে, কিন্তু বাংলা বেঁচে যাবে৷ আমি সেই তালিকায় থাকতে রাজি আছি৷’

শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘চলো কালীঘাটের ইটগুলো খুলেনি৷ এ ছাড়া ৩৫৬ অথবা ৩৫৫ করে নিতে হবে৷ এর কোনও বিকল্প নেই৷ দিল্লির কে কী ভাববে, অন্য কে কী বলবে জানার দরকার নেই৷’

শুভেন্দু বলেন, ‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বাংলাকে রক্ষা করার জন্য মন্ত্রীত্ত্ব ছেড়ে এখানে এসেছি৷ একটা কারণে এখানে এসেছি৷ আমি একটা উদ্দেশ্য লক্ষ্য নিয়ে এসেছি৷ যাতে আমার আপলিফমেন্ট হয়, সেটা হচ্ছে বেঙ্গলকে বাঁচানো৷ সেই লক্ষ্যে আমি অবিচল থাকব৷ তার জন্য আমাকে যা করতে হয়, করব৷ পতাকা নিয়ে বা পতাকা ছেড়ে, বাংলায় গণতন্ত্রকে বাঁচাতে আমি তাই করব৷’