শিক্ষক নিয়োগে দুর্নীতিতে মমতা সরকারের উদ্বেগ, সিবিআই তদন্তের নির্দেশ

একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ। সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে। মেধা তালিকায় না থেকেও চাকরী পেয়েছেন…

একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ। সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে। মেধা তালিকায় না থেকেও চাকরী পেয়েছেন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে। সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে তাঁকে।

   

পরেশ অধিকারীকে যাতে মন্ত্রিসভার পদ থেকে সরিয়ে দেওয়া হয় সেজন্য মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের কাছে সুপারিশ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বিচারপতির বক্তব্য, এটা আদালতের কোনও নির্দেশ নয়। যাতে মন্ত্রিসভায় স্বচ্ছতা থাকে সেজন্য রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশ করছেন তিনি।
একইসঙ্গে বিচারপতি সিবিআইকে নির্দেশ দিয়েছে, কোথা থেকে দুর্নীতি হয়েছে সেটা দ্রুত বের করতে হবে সিবিআইকে।

আগামী ৭ জুনের মধ্যে কলকাতা হাইকোর্টের কাছে সিবিআই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর নিয়গে সংক্রান্ত দুর্নীতি মামলায় প্রাথমিক রিপোর্ট পেশ করবে। পরবর্তীকালে শুনানি চলবে।

মেধা তালিকায় নাম না থাকলেও কী করে চাকরি পেল মন্ত্রীর মেয়ে? ২০১৮ সালে মন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারী চাকরী পেয়েছিলেন। অভিযোগ, স্কুল সার্ভিস কমিশনের পুরাতন তালিকার প্রথম স্থানে ছিল ববিতা বর্মনের নাম। কিন্তু মেধা তালিকায় দুই নম্বরে সে এল কী করে প্রশ্ন উঠতে শুরু করে।