Maa Flyover: কয়েকদিন বন্ধ থাকবে মা ফ্লাইওভার। জানুন বিস্তারিত

আগামী কয়েকদিনের জন্য বন্ধ থাকবে মা ফ্লাইওভার। মা ফ্লাইওভারে শুরু হবে সংস্কারের কাজ বলে জানা যাচ্ছে। এর ফলে বেশ কিছু রাত বন্ধ থাকবে মা ফ্লাইওভার…

আগামী কয়েকদিনের জন্য বন্ধ থাকবে মা ফ্লাইওভার। মা ফ্লাইওভারে শুরু হবে সংস্কারের কাজ বলে জানা যাচ্ছে। এর ফলে বেশ কিছু রাত বন্ধ থাকবে মা ফ্লাইওভার (Maa Flyover)। মা ফ্লাইওভার কলকাতা শহরের অন্যতম ব্যস্ত ফ্লাইওভার।

শহরের সমস্ত উড়ালপুলের সুস্বাসস্থ্য নিশ্চিত করতে তৎপর হয়েছে প্রশাসন গত কয়েকদিন ধরে। এই মর্মে কিছুদিন আগে চিংড়িহাটা ফ্লাইওভারের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল বিশেষজ্ঞ কমিটি। এরপর এই উড়ালপুল নিয়ে আর বিশেষ কোন তথ্য দেয়নি KMDA। অপরদিকে, শুরু হবে মা ফ্লাইওভারের সংস্কারের কাজ। বৃষ্টির কারণে গর্ত তৈরি হয়েছে মা ফ্লাইওভারের উপর। উড়ালপুলের সেই গর্ত বোজানো হবে।

জানা যাচ্ছে আগামী মঙ্গলবার থেকে রাতে বন্ধ থাকবে মা ফ্লাইওভার। সংস্কারের কাজ চলবে তিন থেকে চার দিন। এই কাজ চলার ফলে রাত সাড়ে ১০ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত মা ফ্লাইওভারের উপর যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে গর্ত বোজানোর কাজ চলবে রুবিমুখী অংশ এবং সায়েন্স সিটিতে ফ্লাইওভার শুরু অংশে।

ব্রিজের উপর গর্তের কারণে ভীষন সমস্যার মুখে পড়তে হচ্ছিল যাত্রীদের। এর ফলেই উড়ালপুলটি সংস্কারের সিদ্ধান্ত নেয় প্রশাসন। কলকাতা ট্রাফিক পুলিশের অনুমতি পেয়েছে KMDA।