আরএসএসের দুর্গা তাঁর গুরুকে ফল মিষ্টি দিয়ে স্বাগত জানাচ্ছে, মমতাকে কটাক্ষ সেলিমের

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) প্রধানের বঙ্গ সফরের আগে প্রশাসনিক কর্তাদের সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে মোহন ভগবত এলে যাতে যথাযথ আপ্যায়ন করা হয়,…

cpim-leader-mohammad-selim-slams-mamata-banerjee

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) প্রধানের বঙ্গ সফরের আগে প্রশাসনিক কর্তাদের সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে মোহন ভগবত এলে যাতে যথাযথ আপ্যায়ন করা হয়, সেই নির্দেশ দিলেন তিনি। মমতার এই অবস্থানকে কটাক্ষ করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন,আরএসএসের দুর্গা তাঁর গুরুকে ফল-মিষ্টি দিয়ে স্বাগত জানাচ্ছে।

সংঘ পরিবারের দৃষ্টিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের কমিউনিস্ট শাসনের অবসান ঘটানোর নেত্রী হিসেবে দেবী দুর্গা।

অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে যত সরব ঠিক ততটাই নীরব সংঘ পরিবার সম্পর্কে। অথচ সংঘ পরিবারের রাজনৈতিক শাখা হলো বিজেপি। সেই সংঘ প্রধান মোহন ভাগবত রাজ্য সফরে আসছেন।

মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ১৭-২০ তারিখ আরএসএস প্রধান আসছেন তো। কী করতে আসছেন? নজর রাখবেন যেন দাঙ্গাটাঙ্গা না করে। একটু ফল-মিষ্টিও পাঠিয়ে দেবেন। যাতে মনে না হয় আমরা অতিথিদের আপ্যায়ণ করি না! যাতে বুঝতে পারেন যে আমরা সবাইকে স্বাগত জানাই। ভালো করে নিরাপত্তার ব্যবস্থা করবেন। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কিন্তু বেশি বাড়াবাড়ি করতে যাবেন না।

মমতার মন্তব্যকে তোপ সেলিমের মন্তব্য, “একসময় বাংলার মুখ্যমন্ত্রীরা দাঙ্গাবাজদের বিষদাঁত ভেঙে দেওয়ার কথা বলতেন। তাই বাংলায় সুদীর্ঘ সময় ধরে সাম্প্রদায়িক শক্তি দাঁত ফোটাতে পারেনি। আজ আরএসএসের দুর্গা তাঁর গুরুকে ফল-মিষ্টি দিয়ে বাংলার সমাজ ভাগ করতে স্বাগত জানাচ্ছেন। আর তাঁর এই মাখামাখির জন্য বলি হচ্ছে বাংলার ঐতিহ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ব।”

মমতা শুধু বলেন, আগে জানতাম এরা মানুষ সেবা করে। কিন্তু মানুষে মানুষে এমনভাবে ভাগাভাগি করে আগে জানতাম না।

মঙ্গলবার বিকেলেই চার দিনের সফরে রাজ্যে আসছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত । কলকাতায় নেমে সরাসরি পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে আসার কথা রয়েছে তাঁর। চারদিনই থাকবেন কেশিয়াড়িতে। যদিও তাঁর কর্মসূচি সম্পর্কে এখনও সবটাই অজানা। মোহন ভগবতের আসার খবর মুখ্যমন্ত্রীর কাছে যে রয়েছে তা আইসিকে জানিয়ে স্পষ্ট করলেন মমতা।