CBI: মন্ত্রী ফিরহাদ হাকিমের ঘরে ঢুকল সিবিআই

রাজ্যের পুর মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ঘরে ঢুকল সিবিআই। বিশাল কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি। কলকাতা সহ রাজ্য জুড়ে আরও কয়েকটি এলাকায় চলছে CBI তল্লাশি।…

রাজ্যের পুর মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ঘরে ঢুকল সিবিআই। বিশাল কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি। কলকাতা সহ রাজ্য জুড়ে আরও কয়েকটি এলাকায় চলছে CBI তল্লাশি। মন্ত্রীর চেতলার বাড়ির চারপাশে বিশাল রক্ষীবাহিনী মোতায়েন করা হয়েছে। মন্ত্রীর মোবাইল নিয়ে পরীক্ষা।

জানা যাচ্ছে, পুর নিয়োগ দুর্নীতির তদন্তে তল্লাশি চলছে। সম্প্রতি এই একই মামলায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষের মধ্যমগ্রামের ঘরে ১৯ ঘণ্টা তল্লাশি চালিয়েছিল সিবিআই। রবিবার অভিযান চলছে পুরমন্ত্রীর বাড়িতে।

সূত্রের খবর, বাড়ির মধ্যেই রয়েছেন ফিরহাদ হাকিম। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কয়েকজন বাড়িতে প্রবেশ করেছে বলে জানা যাচ্ছে। যদিও চেতলায় মেয়রের বাড়ির সামনে ঘিরে রয়েছে সুরক্ষাকর্মীরা। পাশাপাশি বিশাল কেন্দ্রীয় বাহিনীও রয়েছে বাড়ির বাইরে। ফিরহাদ অনুগামীরা ভিড় জমিয়েছেন মেয়রের বাড়ির সামনে। সেখান থেকে স্লোগানও দিতে শুরু করেছে তারা।

ফিরহাদ বাড়িতেই রয়েছেন বলে খবর। তার নিরাপত্তারক্ষীরা ভিতরে ঢুকতে চাইলে সিআরপিএফ জওয়ানেরা বাধা দেন। কাউকেই ভিতরে ঢুকতে দেওয়া হয়নি।পুর নিয়োগ মামলায় বাড়িতেই মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন ফিরহাদের কন্যা প্রিয়দর্শিনী হাকিম। তাকেও ভিতরে যেতে দেওয়া হচ্ছিল না। দরজায় দাঁড়িয়ে দীর্ঘক্ষণ সিআরপিএফ জওয়ানদের সঙ্গে কথাকাটাকাটি চলে প্রিয়দর্শিনীর। পরে তাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়েছে।