SSC Scam: প্রাক্তন দুই উপদেষ্টাকে গ্রেফতার করল সিবিআই

এসএসসি দুর্নীতিকাণ্ডে প্রথম গ্রেফতারি। এবার প্রাক্তন দুই উপদেষ্টাকে গ্রেফতার করল সিবিআই। জানা গিয়েছে, এস পি সিনহা ও অশোক সাহাকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সম্প্রতি…

এসএসসি দুর্নীতিকাণ্ডে প্রথম গ্রেফতারি। এবার প্রাক্তন দুই উপদেষ্টাকে গ্রেফতার করল সিবিআই। জানা গিয়েছে, এস পি সিনহা ও অশোক সাহাকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সম্প্রতি শিক্ষক নিয়োগে দুর্নীতিকাণ্ডে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। 

সূত্রের খবর, তথ্য গোপন করার অভিযোগে তাঁদের গ্রেফতার করেছে সিবিআই। তদন্তের সময়ে তদন্তকারীদের বিভ্রান্ত করার অভিযোগও উঠেছে শান্তি প্রসাদ সিনহার বিরুদ্ধে। সিবিআইয়ের এফআইআরে ১ নম্বরে নাম রয়েছে শান্তিপ্রসাদ সিনহার। 

   

উল্লেখ্য, হাইকোর্টের নিযুক্ত বাগ কমিটির রিপোর্টে নাম ছিল শান্তিপ্রসাদ সিনহার। 

এর আগে একাধিকবার নিজাম প্যালসে প্রাক্তন উপদেষ্টা কমিটির সমস্ত সদস্যদের তলব করা হয়েছিল। তাঁদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল সিবিআইয়ের তরফে এফআইআর দায়ের করা হয়েছিল৷ একাধিকবার তাঁদের হিসেব বহির্ভূত সম্পত্তি খতিয়ে দেখার জন্য তথ্য চেয়ে পাঠিয়েছিল সিবিআই৷ কিন্তু বার বার তাঁদের বক্তব্যে অসঙ্গতি দেখা যাচ্ছিল৷ এরপরেই বুধবার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করল সিবিআই।

যে পাঁচ জনের বিরুদ্ধে সিবিআই এফআইআর করেছিল, তাঁরা হলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকার, কমিশনের প্রাক্তন সচিব অশোককুমার সাহা, কমিশনের প্রাক্তন প্রোগ্রামার সমরজিৎ আচার্য এবং কমিশনের উপদেষ্টা তথা সুপারভাইসারি কমিটির আহ্বায়ক শান্তি প্রসাদ সিনহা। এর মধ্যে দুই জনকে এই প্রথমবার গ্রেফতার করল সিবিআই৷ অভিযোগ, দুই জনেই তথ্য গোপন করছিলেন এবং সিবিআইয়ের তদন্তকারী অফিসারদের বিভ্রান্ত করছিলেন৷ তাই তাঁদেরকে গ্রেফতার করল সিবিআই৷

সিবিআই সূত্রে খবর, দুই জনকেই অ্যারেস্ট মেমোতে সই করানো হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই তাঁদের মেডিকেল টেস্ট করানো হবে। আগামীকাল তাঁদেরকে আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার বন্দোবস্ত করবে সিবিআই।

অন্যদিকে, শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হেফাজতে রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ সেই ঘটনায় এবার তৎপরতা বাড়াতে চায় সিবিআইও। প্রাক্তন উপদেষ্টা কমিটির দুই সদস্যদের গ্রেফতারের পর ফের পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। এমনটাই খবর সিবিআই সূত্রে।