TMC-BJP: সকালে বিজেপিতে যোগ দিয়ে রাতে আবার তৃণমূলে ফেরা

লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই ভোটের প্রচারে ব্যস্ত হয়ে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। জোরকদমে প্রচার সারতে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল। এহেন পরিস্থিতিতে বালুরঘাটে ঘটল নাটকীয়…

লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই ভোটের প্রচারে ব্যস্ত হয়ে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। জোরকদমে প্রচার সারতে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল। এহেন পরিস্থিতিতে বালুরঘাটে ঘটল নাটকীয় ঘটনা। সকালে ঘাসফুল শিবির ছেড়ে বিজেপিতে যোগদানকারীরা আবার ফিরে গেলেন ঘাসফুলে।

একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, রবিবার দুপুরে বিজেপির জেলা কার্যালয়ে বালুরঘাট পুরসভার ১১নং ওয়ার্ড-এর মোট ছয় জন ঘাসফুল শিবির এবং বাম শিবিরের কর্মী সমর্থক বিপেজিতে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার এবং টাউন সভাপতি সমীর প্রসাদ দত্ত। যোগদানকারীদের বক্তব্য ছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের কাজ ভালো লাগে তাই তাঁরা বিজেপিতে যোগদান করেছেন।

কিন্তু সূর্য অস্ত যেতেই ভোলবদল যোগদানকারীদের । বালুরঘাট পুরসভার ১১ নম্বর ওয়ার্ড তৃণমূল কার্যালয়ের এসে ঘটনার প্রতিবাদ জানিয়ে দলত্যাগী তিনজন আবার তৃণমূলে যোগদান করলেন। তখন তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিপুল কান্তি ঘোষ।

এই প্রসঙ্গে এক যোগদানকারী জানান, ” তাঁদের দিয়ে জোর করে এমন করানো হয়েছে।” তাঁদের ইঙ্গিত বিজেপির নেতাকর্মীরা জোর করে দল ভারী করার চেষ্টা করছে। উল্টোদিকে আবার বিজেপির তরফ থেকে তৃণমূলের দিকে অভিযোগ করা হয়েছে। লোকসভা ভোটের মুখে এহেন ঘটনায় বিস্মিত বালুরঘাটবাসী।