ISF: নৌশাদের আইএসএফ বিদ্রোহ খতম করলেন সেলিম

প্রার্থী জটের পাটিগণিত মিলিয়ে দিল সিপিআইএম।  শরিক ISF একতরফা প্রার্থী ঘোষণা করেও পিছিয়ে গেছে বলে জানা যাচ্ছে। ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকীকে তাঁর পছন্দের ডায়মন্ডহারবার কেন্দ্র…

ISF rally

প্রার্থী জটের পাটিগণিত মিলিয়ে দিল সিপিআইএম।  শরিক ISF একতরফা প্রার্থী ঘোষণা করেও পিছিয়ে গেছে বলে জানা যাচ্ছে। ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকীকে তাঁর পছন্দের ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে লড়াই করার সুযোগ দিল সিপিআইএম। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নৌশাদ লড়াই করবেন। তিনি আগেই অভিষেকের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়েছেন।

বাম-কংগ্রেস ও আইএসএফের আসন সমঝোতা সম্পূর্ণ হয়েছে বলেই সিপিআইএম সূত্রে খবর। প্রথমে একতরফা এক ডজনের মতো আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছিল ফুর়ফুরা শরিফের একাংশ নিয়ন্ত্রিত দলটি। পরে আলোচনার সাপেক্ষে আইএসএফ নরম হয়েছে।

বিশ্লেষণে উঠে এসেছ্, নিজেদের ক্ষমতায় দক্ষিণ ও উত্তর ২৪ পরগনার কিছু এলাকায় প্রভাব বিস্তার করলেও একটি লোকসভা ধরে লড়াই করার শক্তি নেই বলেই বুঝতে পেরেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। অঙ্ক কষে পরিস্থিতি বুঝে বাম শিবিরের সঙ্গে রফাসূত্র মেনে নিয়েছেন নৌশাদ।

সিপিআইএমের দাবি ছিল,  আইএসএফকে কোনওভাবেই একটি বা দুটির বেশি আসন ছাড়া যাবে না। জানা যাচ্ছে, সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম নিজে জটিলতা কাটানোর উদ্যোগ নেন। অন্যদিকে কংগ্রেসের সঙ্গেও আসন রফা চলে। ফলে বামফ্রন্ট সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশিত হয়নি। ১৬টি আসনে প্রার্থী দিয়ে নীরব থাকে সিপিআইএম। বাকি ২৬টি আসনের মধ্যে কংগ্রেস ও আইএসএফের সঙ্গে চলেছিল দড়ি টানাটানি। জট কেটেছে বলেই বার্তা এসেছে সিপিআইএমের তরফে।

তৃণমূল ও বিজেপির মতো সিপিআইএমের প্রার্থী নিয়ে দলীয়স্তরে কোনও বিক্ষোভ নেই। তবে প্রার্থীদের তালিকা প্রকাশে বিলম্ব হওয়ায় সমর্থকদের ক্ষোভ ছড়াচ্ছে। বাম সমর্থকরা বলছেন, প্রার্থী তালিকায় এমন বিলম্ব অসহ্য।

সিপিআইএম সূত্রে খবর, পঞ্চায়েত ভোটে রিগিং গননা হলেও সেই ভোটের ফলাফল ধরেই লোকসভা ভোটে বিশেষ কয়েকটি আসনকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।