আদালতের বড় নির্দেশ! চিন্তা বাড়ল শুভেন্দুর

২১শে জুলাইয়ের আগে চিন্তা বাড়ল রাজ্যের বিরোধী দলনেতার। প্রসঙ্গত গত বুধবার বিজেপির দলীয় বৈঠকে বেফাঁস মন্তব্যের পরে ঘরে বাইরে চাপের মুখে অধিকারী। এর মধ্যে তাঁর…

suvendu adhikari

short-samachar

২১শে জুলাইয়ের আগে চিন্তা বাড়ল রাজ্যের বিরোধী দলনেতার। প্রসঙ্গত গত বুধবার বিজেপির দলীয় বৈঠকে বেফাঁস মন্তব্যের পরে ঘরে বাইরে চাপের মুখে অধিকারী। এর মধ্যে তাঁর কপালে চিন্তা বাড়ল কলকাতা হাইকোর্টের নির্দেশ। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত অভিযোগের কেস ডায়েরি দেখতে চাইল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার হাই কোর্টের তরফে ওই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশকে।

   

‘রাজনীতিতে সকলের সাহস থাকে না’, ‘সবকা সাথ সবকা বিকাশ’ বিরোধী শুভেন্দুকে সমর্থন তথাগত’র

জানা গিয়েছে বিচারপতি জয় সেনগুপ্ত’র নির্দেশ, আগামী ৮ অগাস্ট ওই সব মামলায় কেস ডায়েরি আদালতে জমা দিতে হবে পুলিশকে। একই সঙ্গে শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ বহালই থাকছে। শুভেন্দুকে ওই রক্ষাকবচ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। তাঁর অন্তর্বর্তী নির্দেশের জেরেই কয়েক মাস আগের ‘খলিস্তানি’ বিতর্কে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে চেয়েও তা করতে পারেনি রাজ্য।

BJP West Bengal: সৌমিত্রর নজরে ‘ব্যর্থ মুখ’ কে? কাকে সরানোর পক্ষে রায় বিষ্ণুপুরের সাংসদের!

বৃহস্পতিবারের নির্দেশের পরে অনেকেই মনে করছেন, শুভেন্দুর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে হাই কোর্ট। ২০২২ সালেই তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একের পর এক এফআইআরের বিরুদ্ধে হাই কোর্টে আর্জি জানিয়েছিলেন শুভেন্দু। জানা গিয়েছে যে তিনি দলবদল করে অন্য দলের প্রতীকে জয়ী হওয়ার পরেও তাঁর বিরুদ্ধে একের পর এক এফআইআর করা হয়েছে। এই কেসে বিচারপতি মান্থার পর্যবেক্ষণ ছিল, শুভেন্দু রাজ্যের বিরোধী দলনেতা। তিনি মানুষের ভোটে নির্বাচিত তাই পুলিশ নিজে অথবা অন্য কারও নির্দেশে তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনতে পারেন না।