Abhishek Banerjee:জেরা হলেও অভিষেকের গ্রেফতারি নয়, নির্দেশ হাইকোর্টের

নিয়োগ দুর্নীতির তদম্তে বুধবার অর্থাৎ ১৩ সেপ্টেম্বর কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে আঞ্চলিক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকঅভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাকে জেরা করবে ইডি।রক্ষাকবচ চেয়ে…

নিয়োগ দুর্নীতির তদম্তে বুধবার অর্থাৎ ১৩ সেপ্টেম্বর কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে আঞ্চলিক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকঅভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাকে জেরা করবে ইডি।রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। তার শুনানিতেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দিলেন, জেরা করলেও অভিষেককে আপাতত গ্রেফতার করতে পারবে না ইডি।বুধবার সকালে তিনি ইডি দপ্তরে তিনি হাজিরা দেবেন।

বুধবার ইন্ডিয়া জোটের কোঅর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক। তৃণমূলের তরফে সমন্বয় কমিটির সদস্য হিসেবে বৈঠকে যোগ দেওয়ার কথা অভিষেকের।  তবে জানা যাচ্ছে, অভিষেক জেরায় হাজির হচ্ছেন। সেক্ষেত্রে তিনি দিল্লিতে জোটের বৈঠকে থাকতে পারবেন না। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরে। তিনি কলকাতা ছাড়ার আগে জেরা নিয়ে সরব হয়েছেন।

   

ইডি জেরায় ডাক পেয়েই সোশাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, ১৩ সেপ্টেম্বর দিল্লিতে ইন্ডিয়া-র সমন্বয় কমিটির বৈঠকের দিনেই তলব। ইন্ডিয়ার সমন্বয় কমিটির আমি একজন সদস্য, সেই দিনেই তলব ইডির। ৫৬ ইঞ্চি ছাতির কাপুরুষোচিত কাজ।