ইন্টার কাশিতে যুক্ত হলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন গোলরক্ষক

এবারের হিরো আইলিগ মরশুমে নিজেদের খেলার ছাড়পত্র পাওয়ার পর থেকেই জোর কদমে দল গঠনের কাজে নেমে পড়েছে ইন্টার কাশি ফুটবল ক্লাব। উল্লেখ্য, উত্তরপ্রদেশ থেকে প্রথমবারের মতো জাতীয় স্তরে উঠে এসেছে এই ক্লাব।

Arindam Bhattacharya

এবারের হিরো আইলিগ মরশুমে নিজেদের খেলার ছাড়পত্র পাওয়ার পর থেকেই জোর কদমে দল গঠনের কাজে নেমে পড়েছে ইন্টার কাশি ফুটবল ক্লাব। উল্লেখ্য, উত্তরপ্রদেশ থেকে প্রথমবারের মতো জাতীয় স্তরে উঠে এসেছে এই ক্লাব। মূলত দেশের কিছু ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গের পাশাপাশি একাধিক বিদেশি ফুটবল ক্লাবের হাত ধরে এবার জাতীয় স্তরের টুর্নামেন্টে খেলতে নামছে এই দল। যাদের মধ্যে রয়েছে আটলেটিকো মাদ্রিদ সহ আরও বেশকিছু স্প্যানিশ ক্লাব। এই প্রথম বছরেই নিজেদের অন্যতম শক্তিশালী দল তৈরি করে প্রতিপক্ষ ক্লাব গুলিকে কঠিন লড়াই দেওয়াই এখন একমাত্র উদ্দেশ্য তাদের ম্যানেজমেন্টের।

সেইমতো দল বদলের বাজার থেকে বহু দেশি ও বিদেশি খেলোয়াড়দের চূড়ান্ত করতে থাকে উত্তর প্রদেশের এই ফুটবল ক্লাব। যাদের মধ্যে দেশীয় ফুটবলার হিসেবে রয়েছেন সেহনাজ সিং, লাল-হলুদ ব্রিগেডের প্রাক্তন তারকা সুমিত পাসি সহ শ্যারন পাদাত্তিলের মতো প্রতিভাবানরা। এমনকি পাঞ্জাব দলের ফুটবলার শুকদেব ও খেলবেন এবারের এই আইলিগ মরশুমে। এছাড়াও একাধিক বিদেশি ফুটবলারকে আনা হয়েছে বারানসীর এই ফুটবল দলে। তবে দলের তিন কাঠি সামাল দেওয়ার ক্ষেত্রে দেশীয় ফুটবলারের উপরেই ভরসা রেখেছে ম্যানেজমেন্ট।

এক্ষেত্রে দলে আনা হয়েছে দুই প্রধানের তারকা ফুটবলার অরিন্দম ভট্টাচার্যকে। হ্যাঁ ঠিকই শুনেছেন। একটা সময় হিরো আইএসএলে এটিকে মোহনবাগান দলের জার্সিতে খেলে সোনার গ্লাভস পেয়েছিলেন অরিন্দম। পরবর্তীতে বহু ফুটবল ক্লাব তাকে দলে নেওয়ার চেষ্টা করলেও তিনি থেকে যান শহরেই। যুক্ত হন লাল-হলুদ ব্রিগেডের সঙ্গে। সেখানে ও খুব একটা ভালো পারফরম্যান্স ছিল না তার। শেষ মরশুমে নর্থইস্ট ইউনাইটেডের হয়ে দলের তিন কাঠি সামাল দিলেও এবার নয়া ফুটবল মরশুমে ইন্টার কাশির জার্সিতে আইলিগ খেলবেন এই বাঙালি ফুটবলার।