ছাত্র সংসদ ভোট করাতে হবে, মমতা সরকারকে আদালতের নির্দেশ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-মৃত্যুর ঘটনায় চার জনকে সারা জীবনের জন্য বহিষ্কার করা হল। তদন্ত কমিটি যে সুপারিশ দিয়েছে সেখানে ইঙ্গিত করা হয়েছে। যে চারজন স্টুডেন্ট এখনো…

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-মৃত্যুর ঘটনায় চার জনকে সারা জীবনের জন্য বহিষ্কার করা হল। তদন্ত কমিটি যে সুপারিশ দিয়েছে সেখানে ইঙ্গিত করা হয়েছে। যে চারজন স্টুডেন্ট এখনো হেফাজতে রয়েছে তাদের বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ। পাশাপাশি যারা হোস্টেলে এ টু ব্লকে উপস্থিত ছিলেন তাদের বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরসঙ্গে তদন্ত কমিটির যে সুপারিশ রয়েছে সেখানে এই ঘটনার পরিপ্রেক্ষিতে একাধিক ছাত্রকে দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দেওয়া হয়। প্রথমে এই দায়িত্ব ইসির কাছে যাবে এরপরে তা ইউজিসি’র হাতেও যেতে পারে।

এর সঙ্গেই ছাত্র সংসদ ভোটের জন্য রাজ্যকে পদক্ষেপের নির্দেশ। সব বিশ্ববিদ্যালয়কে দ্রুত পাঠাতে হবে নোটিশ। যেখানে ভোট হয়নি সেখানে দ্রুত পদক্ষেপের নির্দেশ কলকাতা হাইকোর্টের। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আজ ব়্যাগিং সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেক্ষেত্রে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ থেকে বেশ কিছু বিষয় সম্পর্কে জানানো হয়। অর্থাৎ ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের জন্য নির্দেশিকা জারি করার নির্দেশ দেওয়া হয়।

   

তবে পরিস্থিতি বিচার করেই পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়। তবে শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয়ের নয় বরং রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের জন্য একই নির্দেশিকা জারি হয়। জানানো হয়েছে অতি দ্রুত যেন নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। কারণ যারা প্রতিনিধি রয়েছেন তারা যেন নির্বাচিত প্রার্থী হিসেবে গণ্য হয়। সিদ্ধান্তের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাংশ অত্যন্ত উজ্জীবিত। যে মামলায় এ নির্দেশ এসেছে তা যাদবপুরের ব়্যাগিং কেসের পরিপ্রেক্ষিতে।

বিশ্ববিদ্যালয়ের ইউনিয়নের বেশ কিছু সদস্য ছিল। এছাড়াও একাধিক এমন শিক্ষক সংগঠন রয়েছে যেখানে এখনো নির্বাচন হয়নি।