টানা সিবিআই জেরা, ভয়ে কুঁকড়ে ডাঃ সন্দীপ, তার মাঝেই হাইকোর্টের রায়ে মিলল সামান্য স্বস্তি

আরজি কর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষকে নিয়ে তোলপাড় চলছে। তাঁর পূর্ব কলকাতার বাড়িও নিশানায়। বেশ কয়েকবার সেখানে জমায়েত লক্ষ্য করা গিয়েছে, স্লোগানও উঠেছিল…

Calcutta High Court directs kolkata police to provide security to RG Kara Medical College Ex Principal Dr Sandeep Ghosh, কলকাতা হাইকোর্টের নির্দেশ, পুলিশ প্রশাসনকে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তাঁর পরিবাকে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে হবে

আরজি কর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষকে নিয়ে তোলপাড় চলছে। তাঁর পূর্ব কলকাতার বাড়িও নিশানায়। বেশ কয়েকবার সেখানে জমায়েত লক্ষ্য করা গিয়েছে, স্লোগানও উঠেছিল বলে অভিযোগ। এই অবস্থায় তাঁর গোটা পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই উপযুক্ত নিরাপত্তার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ডাঃ সন্দীপ ঘোষ। বুধবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশ, পুলিশ প্রশাসনকে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তাঁর পরিবাকে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে হবে।

গত ৯ অগস্ট আরজি করের ঘটনা সামনে আসার পর থেকেই প্রাক্তন অধ্যক্ষকে নিয়ে অনেক ভুয়ো তথ্য ছড়াচ্ছে সোশাল মিডিয়ায়। যার দরুন তাঁর বাড়িতে হামলা হতে পারে বলে আগেই আশঙ্কা করেছিলেন তিনি। আদালতে সন্দীপ জানিয়েছেন, তাঁর স্ত্রী এবং পুত্রের প্রাণহানির আশঙ্কা রয়েছে। রাজ্য বা কেন্দ্রীয় সুরক্ষার দাবি জানান তিনি।

   

সিবিআই-সিটে রক্ষে নেই, এবার প্রাক্তন অধ্যক্ষের দুর্নীতির তদন্তে ইডি?

এই আবেদনের প্রেক্ষিতে আগেই রাজ্যের বক্তব্য জানতে চেয়েছিল আদালত। ডাঃ সন্দীপ ঘোষের বাড়ির সামনে ইতিমধ্যে পুলিশ মোতায়েন করা হয়েছে, রয়েছে পুলিশ পিকেট। গোটাটা নজরে রয়েছে বেলেঘাটা থানার ওসি-র। রাজ্য বুধবার আদালতে সেকথা জানিয়েছে। রাজ্যের বক্তব্য শুনে মামলাটির নিষ্পত্তি করে দেয় আদালত। বিচারপতির নির্দেশ, মামলাকারীর বাড়ির সামনে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে হবে পুলিশকে।

বামেরা এগিয়ে, তাই লোক দেখানো আন্দোলন নয়, সুকান্তদের কড়া বার্তা দিল্লির

এ দিকে আরজি কর কাণ্ডের তদন্ত করছে সিবিআই। গত কয়েকদিন ধরেই ডাঃ সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। গবুধবারও সকালে তিনি হাজিরা দিয়েছেন সিবিআই দফতরে। হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা। আরজি করে প্রশাসনিক বেনিয়মের অভিযোগে ডাঃ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিট গঠন করেছে রাজ্য সরকার। চলছে তদন্ত। পুলিশও এফআইআর দায়ের করেছে।