Panchayat Election: মনোনয়ন জমার দিন বাড়ছে না বলে জানাল আদালত

মনোনয়ন জমার দিন বাড়ছে না বলে জানাল আদালত। মনোনয়ন পেশের সময়সীমায় হস্তক্ষেপ করল না। রাজ্য নির্বাচন কমিশনের ৯ জুনের বিজ্ঞপ্তিতেই বহাল রাখল কলকাতা হাই কোর্ট। 

মনোনয়ন জমার দিন বাড়ছে না বলে জানাল আদালত। মনোনয়ন পেশের সময়সীমায় হস্তক্ষেপ করল না। রাজ্য নির্বাচন কমিশনের ৯ জুনের বিজ্ঞপ্তিতেই বহাল রাখল কলকাতা হাই কোর্ট।  পঞ্চায়েত মামলায় (Panchayat Election) রায় দিল কলকাতা হাই কোর্ট। পঞ্চায়েত আইন মেনে পদক্ষেপ করবে কমিশন। মহামান্য আদালত সিদ্ধান্ত ছাড়ল কমিশনের উপর। অনলাইনে মনোনয়ন পেশের আর্জি খারিজ।

নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার প্রয়োজন রয়েছে বলে জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। শুধু রাজ্য পুলিশ নয়, স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। রাজ্যের ৭ টি জেলা স্পর্শকাতর এলাকা বলে জানিয়ে দিল আদালত এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ। অন্যন্য কোথায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে তা কমিশন আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে। যেখানে রাজ্য পুলিশের সংখ্যা কম, সেখানে কেন্দ্রীয় বাহিনির উপস্থিতি দিয়েই হবে পঞ্চায়েত নির্বাচন।

   

পঞ্চায়েতে সুরক্ষার জন্য মোতায়ন করা যাবেনা সিভিক ভলান্টিয়ার, জানিয়ে দিল আদালত। ভোট কর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। সমস্ত বুথে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত শুনানির পর রায়দান স্থগিত রাখা হয়েছিল। সোমবার কলকাতা হাইকোর্ট মনোনয়নের সময় বাড়িয়ে পঞ্চায়েত ভোট ১৪ জুলাই করার প্রস্তাব দিয়েছিল। পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট বদলের প্রস্তাব দেন মহামান্য আদালত। পঞ্চায়েতে মনোনয়নের দিন বাড়াতে প্রস্তুত কমিশন। তবে কী পিছোতে পারে পঞ্চায়েত ভোট, এটাই ছিল প্রশ্ন। 

পঞ্চায়েত ভোট নিয়ে ২টি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। মামলা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তির অনেক অংশকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়।

সোমবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে নিজেদের বক্তব্য জানায় কমিশন। মনোনয়নের সময় বাড়ানো নিয়ে যুক্তি দেন বিচারপতি টি এস শিবজ্ঞানম। তিনি জানান যে আগের বারের তুলনায় এইবারের সময় কম এবং প্রত্যেকদিন ৪ ঘণ্টা মনোনয়ন পেশের সময় হিসেবে তা পর্যাপ্ত নয়। এই প্রশঙ্গে কমিশন বলে যে মনোনয়নের সময় একদিন বাড়ানো যেতে পারে। ৯ জুন থেকে ১৬ জুনের বদলে ৯ জুন থেকে ১৬ জুন পর্যন্ত করা যেতে পারে বলে কোর্টকে জানায় কমিশন। এই কথার উত্তরে বিচারপতি বলেন যে সেই ক্ষেত্রে পঞ্চায়েত ভোট ১৪ জুলাই করতে হবে। এছাড়াও প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বলেন যে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করলে ভাল হয়।