Mohun Bagan: এই আলবেনিয়ান তারকাকে দলে টানতে মরিয়া সবুজ-মেরুন

এবার উয়েফা ইউরো কাপের অন্যতম এক তারকা ফুটবলারকে দলে টানতে ময়দানে নেমেছে সবুজ-মেরুন (Mohun Bagan) ম্যানেজমেন্ট। পাশাপাশি আসরে নেমে পড়েছে এফসি গোয়া ও কেরালা ব্লাস্টার্সের মতো দল।

Armando Sadiku

আসন্ন আইএসএল মরশুমে ঘর গোছানোর এবার এবার শেষ মুহূর্তের প্রস্তুতি দলগুলি। এই পর্যায় এসে বড়সড় চমক দেওয়ার লক্ষ্য আইএসএলের সবকটি ক্লাবের। গত কয়েকদিন আগেই অজি তারকা তথা এবারের বিশ্বকাপার জেসন কামিন্স কে চূড়ান্ত করেছে মোহনবাগান। পাশাপাশি দেশীয় ফুটবলার অনিরুদ্ধ থাপাকে টেনে ও বড়সড় চমক দিয়েছে কলকাতার এই প্রধান।

তবে সেখানেই শেষ নয়, এবার উয়েফা ইউরো কাপের অন্যতম এক তারকা ফুটবলারকে দলে টানতে ময়দানে নেমেছে সবুজ-মেরুন (Mohun Bagan) ম্যানেজমেন্ট। পাশাপাশি আসরে নেমে পড়েছে এফসি গোয়া ও কেরালা ব্লাস্টার্সের মতো দল।

গত ২০১২ সাল থেকে আলবেনিয়ান ফুটবল দলের অন্যতম সদস্য হিসেবে বিবেচিত হয়ে আসছেন এই ফুটবলার। ইউরো কাপে সাফল্য পাওয়ার পাশাপাশি দেশের সর্বাধিক গোল করার কৃতিত্ব ও রয়েছে আর্মান্দো সাদিকুর। এবার তাকেই নাকি বড়সড় অঙ্কের বিনিময়ে দলে টানতে চাইছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে শুধু সবুজ-মেরুন ব্রিগেডই নয়। ৩২ বছর বয়সী এই তারকা ফুটবলার কে দলে টানতে আসরে নেমে পড়েছে মানালো মার্কুইসের এফসি গোয়া ও ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স।

   

উভয়েই চাইছে আসন্ন ফুটবল মরশুমে দলে আসুক এই তারকা। তবে এখনো পর্যন্ত নাকি কোনো কিছুই চূড়ান্ত করতে পারেননি তিনি। শোনা যাচ্ছে, ভারতীয় দল গুলির পাশাপাশি স্প্যানিশ লিগে খেলা রেসিং দ্যা সান্তানদোরের মতো দলের থেকে ও নাকি প্রস্তাব পেয়েছেন সাদিকু। তাই সমস্ত কিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন তিনি।

তবে যতদূর শোনা যাচ্ছে, আলবেনিয়ার এই তারকা ফুটবলারকে দলে টানতে আর্থিক দিক থেকে অনেকটাই এগিয়ে মোহনবাগান সুপারজায়ান্টস। তাই সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও কলকাতায় আসা এক প্রকার নিশ্চিত এই তারকা ফুটবলারের। তবে শুধু আলবেনিয়া নয়। স্পেন, সুইজারল্যান্ড ও বলিভিয়ার মতো দেশ গুলি থেকে মোট ১৪ টি ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে এই তারকা ফুটবলারের। পাশাপাশি লা লিগার অন্যতম শক্তিশালী দল মালাগা ও লেভান্তের মতো ক্লাবে ও খেলার অভিজ্ঞতা রয়েছে এই ফুটবলারের। তাই নিজের প্রাইম টাইমে আদৌ তিনি ভারতে আসেন কিনা এখন সেটাই দেখার।