প্রবীণ বুদ্ধবাবু হবেন ‘সুচেতন’ পুত্রের পিতা!

ছিলেন কন্যার পিতা। কিন্ত কন্যা মনে করে সে নিজে একজন পুরুষ। এই কারনে নিজের নারী পরিচয় বর্জন করে পুরুষ হিসেবে আত্মপ্রকাশ করবে। ফলে প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ছিলেন কন্যার পিতা। কিন্ত কন্যা মনে করে সে নিজে একজন পুরুষ। এই কারনে নিজের নারী পরিচয় বর্জন করে পুরুষ হিসেবে আত্মপ্রকাশ করবে। ফলে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আর কন্যার পিতা থাকবেন না তিনি পুত্র সন্তানের পিতা হতে চলেছেন!

বুদ্ধদেব ভট্টাচার্যের কন্যা সুচেতনা ভট্টাচার্য জানিয়েছেন নারী থেকে পুরুষ পরিচয় নিতে যাবতীয় আইনি পথ তিনি গ্রহন করবেন। সুচেতনা জানান তিনি ‘সুচেতন’ নামে পরিচিত হবেন। সুচেতনা আরও জানান, মানসিকভাবে তিনি নিজেকে পুরুষ বলেই মনে করেন।

সোশ্যাল মিডিয়ায় সুচেতনা লিথেছেন, “আমার বাবা-মায়ের পরিচয় বড় কথা নয়। আমি এই আন্দোলনের অঙ্গ। ট্রান্সওম্যান হিসেবে আমাকে সামাজিক হেনস্তা হতে হয়েছে। এটা আমি চাই বন্ধ হোক। একজন প্রাপ্তবয়স্ক হিসেবে, কীভাবে বাঁচব সে সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত আমি নিতে পারি। এর মধ্যে বাবা-মা অথবা পরিবারকে টানবেন না।”

বাবা তাঁকে সমর্থন করেছেন বলেও দাবি করেছে বুদ্ধদেব তনয়া সুচেতনা।