মলয়ের উত্তরে অসন্তুষ্ট, আদালতের দ্বারস্থ হবে ইডি

ফের ইডির হাজিরা এড়ালেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। কয়লা-কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ইডির সদর দফতরে তলব করা হয় তাকে। কিন্তু বুধবারও সেখানে যাননি তিনি। সূত্রের…

ফের ইডির হাজিরা এড়ালেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। কয়লা-কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ইডির সদর দফতরে তলব করা হয় তাকে। কিন্তু বুধবারও সেখানে যাননি তিনি।

সূত্রের খবর, আইনজীবী মারফৎ কেন্দ্রীয় সংস্থাকে তিনি চিঠি দিয়ে জানিয়েছেন ভোটের কাজে ব্যস্ত রয়েছেন, তাই হাজিরা দেওয়া সম্ভব না। সেই জবাব অসন্তুষ্ট ইডি। জানা যাচ্ছে, এবার মলয় ঘটকের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবে ইডি।

   

বুধবার সকালেই দিল্লিতে পৌঁছেছেন মলয় ঘটকের আইনজীবী। তার মাধ্যমেই জবাব দিয়ে জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনের কাজে ব্যস্ত তিনি, তাই আপাতত যেতে পারছেন না। উল্লেখ করা হয়েছে, নির্বাচনের পর যাবেন বলে। এই জবাবেই ইডি সন্তুষ্ট নয়।

মনে করা হচ্ছে, আদালতের দ্বারস্থ হওয়ার পাশাপাশি মলয় ঘটককে ফের নোটিস পাঠাবে ইডি। হাইকোর্টের নির্দেশে কয়লা-কাণ্ডের তদন্ত চলছে, তাই তার বারবার হাজিরা এড়ানোর বিষয়টি আদালতে জানানো হতে পারে।

প্রসঙ্গত, কয়লা-কাণ্ডের তদন্তে প্রথম থেকেই সামনে এসেছে আইনমন্ত্রী মলয় ঘটকের নাম। একাধিকবার তাকে তলব করেছে ইডি। যে সময় কয়লা পাচার হত বলে অভিযোগ, সেই সময় ওই এলাকার বিধায়ক

হওয়ায় মলয় ঘটক কোনও সুবিধা পেয়েছিলেন কি না, তার কোনও রকম প্রভাব ছিল কি না, সেটাই খতিয়ে দেখতে চান তদন্তকারী আধিকারিকেরা। গত বছরের শেষের দিকে মলয় ঘটকের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই।