স্কুলের পোশাকেও রাজনৈতিক রঙ, সরব বিজেপি

স্কুলের পোশাকেও লেগেছে রাজনৈতিক রঙ। শিক্ষা দফতরের তরফ থেকে জানানো হয়, রাজ্যের সরকারি এবং সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলোর পোশাকের রঙ হবে নেভি ব্লু ও সাদা। সেই…

স্কুলের পোশাকেও লেগেছে রাজনৈতিক রঙ। শিক্ষা দফতরের তরফ থেকে জানানো হয়, রাজ্যের সরকারি এবং সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলোর পোশাকের রঙ হবে নেভি ব্লু ও সাদা। সেই সঙ্গে প্রতিটি পোশাকে থাকবে ‘বিশ্ব বাংলা’র লোগো। পকেটের উপর থাকবে ‘বিশ্ব বাংলা’র লোগো। আর এই নিয়েই সরব হয়েছে বঙ্গ বিজেপি।

সোমবার সকালে দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এ বিষয়ে বলেন, ‘কেন্দ্রের টাকায় প্রকল্প চালানো হচ্ছে আর পার্টির প্রচার করা হচ্ছে। স্বাস্থ্যসাথী প্রকল্প যারা পেয়েছেন সেই পরিবারকেও প্রচারের জন্য মুখ্যমন্ত্রী আবেদন করেছিলেন। তো এটা সরকারি পয়সা পার্টির প্রচারের একটা উদাহরণ তৃণমূল করে দেখাচ্ছে। ছোট ছোট বাচ্চাদের দিয়েও রাজনীতির প্রচার করানো হচ্ছে।’

অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “এই সিদ্ধান্তকে রাজনৈতিক বলেই মনে করছি। আমি এবং আমরা দলের তরফে এই সিদ্ধান্তের বিরোধিতা করছি। বহু স্কুল রয়েছে যারা একশো বছরের বেশি। তাঁদের নিজস্ব পোশাকবিধি রয়েছে। যা একশো বছর ধরে চলছে। এটা একটা একনায়কতন্ত্র সিদ্ধান্ত। আগামিদিনে এটা ভাল হবে না। স্কুলের পরিচালন সমিতি রয়েছে। তারাই সিদ্ধান্ত নেবে পোশাকর রঙ কী হওয়া উচিৎ।”