Ukraine War: রুশ হামলার মাঝেই ইউক্রেন সীমান্তের কাছে আসছেন মার্কিন প্রেসিডেন্ট

রাশিয়া আগ্রাসনে উত্তপ্ত ইউক্রেন। এর মাঝেই ইউক্রেনের সীমান্ত লাগোয়া পোল্যান্ডে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পোল্যান্ড সীমান্তে ইউক্রেনের জমিতে ভয়াবহ হামলা করছে রাশিয়া। রবিবার হোয়াইট…

রাশিয়া আগ্রাসনে উত্তপ্ত ইউক্রেন। এর মাঝেই ইউক্রেনের সীমান্ত লাগোয়া পোল্যান্ডে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পোল্যান্ড সীমান্তে ইউক্রেনের জমিতে ভয়াবহ হামলা করছে রাশিয়া। রবিবার হোয়াইট হাউস জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট শুক্রবার পোল্যান্ডে যাবেন। সেখানে প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে দেখা করবেন তিনি। 

শুক্রবার ইউক্রেনের প্রতিবেশি দেশ পোল্যান্ড সফরে যাবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বিবিসি জানাচ্ছে এই খবর। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার হামলার কারণে ইউক্রেনের অসংখ্য শরণার্থী পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন। তাদের সঙ্গে দেখা করবেন বাইডেন।

   

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন ​​সাকি এক বিবৃতিতে বলেছেন, “পোল্যান্ডের রাষ্ট্রপতি আমাদের মিত্র। কীভাবে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অযৌক্তিক এবং অপ্রস্তুত যুদ্ধ মানবিক ও মানবাধিকার সংকট তৈরি করছে, তা নিয়ে আলোচনা করবেন দুই দেশের প্রধান।” ন্যাটো, জি 7 এবং ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সাথে দেখা করতে বেলজিয়াম সফরের পর বাইডেনের এই সফর।

সাকি বাইডেনের ইউরোপ সফর সম্পর্কে বলেন, “এই সফর ইউক্রেনের জনগণের সমর্থনে এবং ইউক্রেনে রাষ্ট্রপতি পুতিনের আক্রমণের বিরুদ্ধে বিশ্বকে সমাবেশ অব্যাহত রাখার দিকে মনোনিবেশ করবে। কিন্তু ইউক্রেনে ভ্রমণের কোনও পরিকল্পনা বাইডেনের নেই।”