ISL: হায়দরাবাদের কাট্টিমণি মনে করালেন ২০১৬ সালের দেবজিৎ-কে

ISL: পেনাল্টি শ্যুট আউটে (Kerala Blasters vs Hyderabad FC) দুর্ভেদ্য লক্ষ্মীকান্ত কাট্টিমণি (Laxmikant Kattimani)। এবারের ইন্ডিয়ান সুপার লিগে নিজেকে অন্য উচ্চতায় তুলে ধরেছিলেন ৩২ বছরের…

ISL: পেনাল্টি শ্যুট আউটে (Kerala Blasters vs Hyderabad FC) দুর্ভেদ্য লক্ষ্মীকান্ত কাট্টিমণি (Laxmikant Kattimani)। এবারের ইন্ডিয়ান সুপার লিগে নিজেকে অন্য উচ্চতায় তুলে ধরেছিলেন ৩২ বছরের লক্ষ্মীকান্ত। যার সুফল পেয়েছে হায়দরাবাদ এফসি। রবিবারের ফাইনালে নিজামদের গোলরক্ষকের খেলা মনে পড়িয়েছে ২০১৬ সালে দেবজিৎ মজুমদারের কথা। 

রবিবার নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল ছিল ১-১। ম্যাচে প্রথম গোল করেছিল কেরালা ব্লাস্টার্স, ৬৮ মিনিটে। হায়দরাবাদ এফসি গোল শোধ করেছিল ৮৮ মিনিটে। এরপর কোনও পক্ষই আর গোল করতে পারেনি। ম্যাচের ফয়সালা হয় পেনাল্টি শ্যুট আউটের মাধ্যমে।

   

তৃতীয়বার ফাইনালে উঠেও ট্রফি হাতছাড়া কেরালার ফ্র্যাঞ্চাইজি টিমের। ২০১৬ সালের ফাইনালেও এক গোলরক্ষক রুখে দিয়েছিল ইয়েলো আর্মিকে। তিনি দেবজিৎ মজুমদার, এটিকে’র তৎকালীন গোলকিপার। 

ISL
চলতি মরশুমে অনবদ্য লক্ষ্মীকান্ত কাট্টিমণি

এটিকের বিরুদ্ধে লিড পেয়ে গিয়েছিল কেরালা। ৩৭ মিনিটে মহম্মদ রফিক গোল করেছিলেন। স্কোরলাইন ১-১ হয় মিনিট সাত পরেই। সেরেনো কলকাতার দলকে ম্যাচে ফিরিয়েছিলেন। পেনাল্টি শ্যুট আউটে হয়েছিল নিষ্পত্তি। দেবজিৎয়ের গ্লাভস সে’দিন রুখে দিয়েছিল সেদরিক অংবর্ট, নডোয়ের শট। রবিবার কাট্টিমণি যেমন আটকালেন কেরালার তিনটি শট।