WBCS: বাংলার সিভিল সার্ভিসে বাংলা ভাষা আবশ্যিকের বিরোধী শুভেন্দু

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের সিভিল সার্ভিসের (WBCS) পরীক্ষায় বাংলা ভাষা আবশ্যিকের বিরোধী। তাঁর বিতর্কিত অবস্থানে বিজেপির বিরুদ্ধে ফের বাঙালি বিরোধিতার অভিযোগ চড়তে শুরু করল।…

plz write SEO friendly Alt Text and Description

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের সিভিল সার্ভিসের (WBCS) পরীক্ষায় বাংলা ভাষা আবশ্যিকের বিরোধী। তাঁর বিতর্কিত অবস্থানে বিজেপির বিরুদ্ধে ফের বাঙালি বিরোধিতার অভিযোগ চড়তে শুরু করল।

অভিযোগ, পশ্চিমবঙ্গের আমলা মহলে হিন্দিভাষীদের আরও বেশি করে ঢোকানোর চেষ্টা চলছে। একাধিক জেলাশাসক, পুলিশ সুপার অবাঙালি। অভিযোগ এই সংখ্যা আরও বাড়িয়ে নিতে বাংলা ভাষা আবশ্যিক বিরোধিতা করা হচ্ছে।

পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস বা ডব্লুবিসিএসে চাকরি করতে গেলে বাংলা ভাষার লিখিত পরীক্ষায় পাস করতেই হবে। এই নতুন নিয়ম বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে রাজ‌্য সরকার। যার বিরোধিতায় সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার কলকাতায় একটি ভাষা সংখ‌্যালঘু সংগঠনের অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেন্দু বলেন, পুরনো ব‌্যবস্থা বদলের কোনও দরকার নেই। বিধানসভার অধিবেশন শুরু হলে আমরা জোরদারভাবে ইস্যুটি তুলব। রাজ‌্য সরকারের এই সিদ্ধান্তে হিন্দি ও অন‌্যান‌্য অ-বাংলা ভাষাভাষীদের ‘অধিকার কেড়ে নেওয়া হয়েছে’ বলে মন্তব‌্য করেছেন বিরোধী দলনেতা।

বিভিন্ন রাজ্যে সিভিল সার্ভিসে যোগ দিতে গেলে সেই রাজ্যের ভাষা জানা বাধ‌্যতামূলক। ওই রাজ‌্যগুলিতে সিভিল সার্ভিস পরীক্ষায় পাস করতে হলে সংশ্লিষ্ট রাজ্যের ভাষা নিয়ে একটি পেপারে পরীক্ষায় বসাটা আবশ্যিক শর্ত। যেমন উত্তর প্রদেশের ক্ষেত্রে হিন্দি বা অসমের ক্ষেত্রে অহমিয়া। যিনি যে রাজ্যের বিসিএস পরীক্ষায় বসবেন তাকে সেই রাজ্যের ভাষায় পরীক্ষা দিতে হবে।

কিন্তু পশ্চিমবঙ্গে এতদিন তেমন শর্ত ছিল না। প্রচলিত নিয়ম অনুযায়ী পশ্চিমবঙ্গে বিসিএস মেন পরীক্ষায় বাংলা, হিন্দি, উর্দু, নেপালি বা সাঁওতালি এই পাঁচটি ভাষার মধ্যে যে কোনও একটিতে বসা যেত। একমাত্র যাঁদের মাতৃভাষা নেপালি, তাঁদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য ছিল না।

রাজ্য সরকার ২০২৪ থেকেই ডব্লুবিসিএস পরীক্ষায় একটি বিষয় হিসেবে বাংলা ভাষার পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক করতে চাইছে। বিকল্প হিসাবে নেওয়া যাবে একমাত্র নেপালি ভাষা।

মঙ্গলবার কলকাতায় একটি ভাষা সংখ‌্যালঘু সংগঠনের অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ‌্য সরকারের এই সিদ্ধান্তে হিন্দি ও অন‌্যান‌্য অ-বাংলা ভাষাভাষীদের ‘অধিকার কেড়ে নেওয়া হয়েছে’।

বিরোধী দলনেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এই নিয়মের বিরোধিতা করেছেন। তিনি বলেছেন WBCS পরীক্ষায় বাংলা ভাষা অাবশ্যিক করার তীব্র বিরোধিতা করা হবে বিধানসভায়।