SSC: বিক্ষোভকারীদের পাশে বিজেপি বিধায়ক

এবার বিক্ষোভরত আন্দোলনকারীদের পাশে গিয়ে দাঁড়ালেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। বিগত ১৪৫ দিন ধরে এসএসসি (SSC) প্রার্থীদের বিক্ষোভ চলছে। শুক্রবার মেয়ো রোডে বিক্ষোভকারীদের অবস্থান মঞ্চে…

এবার বিক্ষোভরত আন্দোলনকারীদের পাশে গিয়ে দাঁড়ালেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। বিগত ১৪৫ দিন ধরে এসএসসি (SSC) প্রার্থীদের বিক্ষোভ চলছে। শুক্রবার মেয়ো রোডে বিক্ষোভকারীদের অবস্থান মঞ্চে হাজির হন শুভেন্দু।

Advertisements

এদিন বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়ে বিজেপি বিধায়ক বলেন, ‘বাজেটে শিক্ষক নিয়োগ নিয়ে কিছু বলা হয়নি। আলোচনা করে সমাধান করুক রাজ্য। দ্রুত নিয়োগ করুক রাজ্য। এসএসসিতে সীমাহীন দুর্নীতি হয়েছে। টাকা দিয়ে অনেকেই চাকরি পেয়েছেন।’ শুক্রবার এই মামলায় দু’দিনের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে, ‘দেখে মনে হচ্ছে হিমশৈলের চূড়া মাত্র। এখনও সময় আছে, ব্যবস্থা নিন।’

   

উল্লেখ্য, বিক্ষোভকারীদের দাবি, ২০১৬ সালে পরীক্ষার পরে ২৫০০ জন চাকরিপ্রার্থীর চাকরি এখনও পায়নি। কিন্তু এই নিয়ে কোনও সুরাহাও মেলেনি গত ৫ বছরে।